দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে ৯ জন করোনা পজিটিভ - Bangla Hunt

দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে ৯ জন করোনা পজিটিভ

By Bangla Hunt Desk - May 30, 2020

বালুরঘাট ৩০ মে ; নতুন করে আজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ল্যাব থেকে প্রকাশিত দক্ষিণ দিনাজপুরের মোট ৯ জনের নমুনা পরীক্ষায় রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে ৮ জন হরিরামপুরের বাসিন্দা, বাকি ১ জন বালুরঘাট এলাকায় বাসিন্দা। তাদের প্রত্যেককেই কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার দক্ষিণ দিনাজপুরের মোট করোনা পজেটিভের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

বালুরঘাট ও গঙ্গারামপুরের দুই আইসোলেশনে আছেন মোট ৩৪ জন। ফেসিলিটি কোয়ারেন্টাইনে ভর্তি রয়েছেন ৫০৩ জন।
হোম কোয়ারান্টিনে আছেন ১৬,৫৬০ জন এবং ফ্লু সেন্টারে উপস্থিত কমবেশি ৯৪২ জন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর