ধীরে ধীরে শান্ত হচ্ছে দিল্লি, জানালা স্বরাষ্ট্রমন্ত্রক - Bangla Hunt

ধীরে ধীরে শান্ত হচ্ছে দিল্লি, জানালা স্বরাষ্ট্রমন্ত্রক

By Bangla Hunt Desk - February 28, 2020

উত্তর পূর্ব দিল্লির পরিস্থিতি বর্তমানে ধীরে ধীরে শান্ত হচ্ছে। গত ৩৬ ঘণ্টার মধ্যে কোনো হিংসার ঘটনার খবর পাওয়া যায়নি, জানালো স্বরাষ্ট্রমন্ত্রক।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, দিল্লিতে ২০৩ টি থানার মধ্যে উত্তর- পূর্ব দিল্লির ১২ টি থানাতে হিংসা সৃষ্টি হয়। দিল্লিবাসীকে কোনো গুজবে কান না দেওয়ার জন্য আবেদন করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।আইপিএস এসএন শ্রীবাস্তব কে দিল্লি পুলিশের প্রধান করা হয়েছে।

দিল্লির পৌরনিগম হিংসায় ফলে নষ্ট হওয়া সরকারি সম্পত্তির ধ্বংসস্তূপ সাফাইয়ের কাজ শুরু করেছে।

এখনো আধা সামরিক ও পুলিশ বাহিনী উত্তর-পূর্ব দিল্লি জুড়ে টহল দিচ্ছে যাতে কোনো ধরনের হিংসার ঘটনা না ঘটে। এখনো নানা জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর