ধনখড়কে বিশেষ গুরুত্ব না দেওয়ার বার্তা তৃণমূলের - Bangla Hunt

ধনখড়কে বিশেষ গুরুত্ব না দেওয়ার বার্তা তৃণমূলের

By Bangla Hunt Desk - December 24, 2021

রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতকে এবার উপেক্ষায় পরিবর্তিত করার পথে হাঁটা দিল রাজ্যের শাসক দল। সেই বার্তাতেই স্পষ্ট যে তৃণমূলের তরফে রাজ্যপালকে আর বিশেষ গুরুত্ব দেওয়া হবে না। নেপথ্যে রাজ্যের সাংবিধানিক প্রধান হয়েও রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে রাজ্যপালের লাগাতার বিরোধীতা ও আক্রমণের ঘটনা। এবার যে বিষয়টিকে ঘিরে তৃণমূল এই উপেক্ষার নীতি নিয়েছে তা হল রাজ্যের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির কাজকর্ম নিয়ে ইউজিসির তদন্ত করার মতো হুমকি টুইটের বিষয়টি, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামহলে তীব্র সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

আরো পড়ুন- রাজ্য কমিটি থেকে বাদ পড়তেই বিজেপি ছাড়ছেন সায়ন্তন! সাক্ষাৎ তৃণমূল বিধায়কের সঙ্গে

রাজ্যপাল জগধীপ ধনখড়ের অভিযোগ, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শাসকদল আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। রাজ্যের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থা নিয়ে অরাজকতার সৃষ্টি করছে। শুক্রবার তিনি দুটি টুইট করেছেন। তার একটিতে তিনি লিখেছেন, ‘মমতা সরকারের আমলে শিক্ষাব্যবস্থায় চিত্রটা ভয়াবহ। রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনও আচার্য এবং উপাচার্য রাজ্যপালের সঙ্গে বৈঠকে এলেন না। রাজ্যে শিক্ষাব্যবস্থায় সংগঠন বিস্তারের চেষ্টা চলছে।’ অপরটতে লিখেছেন, ‘‘আইনের নয়, শাসকের আইনের প্রতিফলন দেখা যাচ্ছে শিক্ষাব্যবস্থায়। ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে।’ এখানেই থেমে থাকেননি তিনি। রীতিমত হুমকির সুরে তিনি জানিয়েছেন, আচার্যের অনুমোদন ছাড়া মমতার সরকার যে ভাবে উপাচার্যদের নিয়োগ করেন, তাও আইনের প্রহসন। তাই তিনি ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-কে এ নিয়ে তদন্ত করার অনুরোধও জানিয়েছেন।

রাজ্যপালের এহেন পদক্ষেপের মূলে রয়েছে সাম্প্রতিককালে তাঁর ডাক উপেক্ষা করেছেন রাজ্যের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। সম্প্রতি রাজ্যের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং উপাচার্যকে রাজভবনে ডেকেছিলেন ধনখড়। রাজ্যপালের অভিযোগ, তাঁরা কেউ দেখা করতে আসেননি। ২০২০ সালের জানুয়ারি মাসেও ঠিক একই ঘটনা ঘটেছিল রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে। সেই সময় সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজ্যপাল ডেকে পাঠালেও তাঁর সঙ্গে কেউই দেখা করতে আসেননি। যদিও এদিন রাজ্যপালের এই টুইটকে খুব একটা পাত্তা দিতে চাইছে না রাজ্যের শাসক দল। এই প্রসঙ্গে এদিন তৃণমূলের তরফে কুণাল ঘোষ জানিয়েছেন, ‘উনি রাজনীতি করার জন্যই এসেছেন। রোজই নানা ধরনের কথা বলে থাকেন। ওঁর সব কথা শুনতে হবে, সব কথায় পাত্তা দিতে হবে, এর কোনও মানে নেই।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর