যাঁরা প্রার্থী হন, তাঁরা সব দলের কাছেই ভোটের আবেদন জানান। কিন্তু দ্রৌপদী বাংলায় এসে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করে গণ্ডি টেনে দিলেন।
পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার কলকাতায় বিজেপি সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। তবে তিনি রীতি মেনে সব দলের কাছে ভোট দেওয়ার আবেদন না জানানোয় উঠছে প্রশ্ন। রাজনৈতিক শিবিরের একাংশের দাবি, রাষ্ট্রপতি সাংবিধানিক পদ। সেই নির্বাচন দলীয় প্রতীকে হয় না। তাই যাঁরা প্রার্থী হন, তাঁরা সব দলের কাছেই ভোট দেওয়ার আবেদন জানান। কিন্তু দ্রৌপদী বাংলায় এসে শুধু একটি দলের সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক করে গণ্ডি টেনে দিলেন।বুধবার এই নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) ।
এদিন রাজ্য বিধানসভায় ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে উপস্থিত ছিলেন তিনি । সেখানেই তিনি বলেন, ‘‘এই প্রথম আমরা দেখলাম রাষ্ট্রপতি পদপ্রার্থী রাজ্যে এলেন, কিন্তু অন্য দলের কাছে ভোট চাইলেন না । একটি হোটেলে বিজেপি (BJP) বিধায়কদের সঙ্গে বসে মিটিং করলেন । আমাদের কাছে তো ভোট চাননি, তাহলে ভোট দেওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে । আর কে কাকে চিঠি দিচ্ছেন, এটাও তো রীতিনীতি না ।’’
প্রসঙ্গত, কয়েকদিন ধরেই বিজেপি নেতারা তাঁদের বক্তব্যে বারবার ক্রস ভোটিং-এর প্রসঙ্গ উসকে দিয়েছেন । এদিন তারই জবাব দিতে গিয়ে পার্থ বলেন, ‘‘ওরা আগে ওদের 77 টা ভোট চূড়ান্ত করুক ।’’
বিজেপি পরিষদীয় দলের তরফ থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিধায়কদের চিঠি দিয়ে দ্রৌপদী মুর্মুকে ভোটদানের জন্য আবেদন করা হয়েছে । এরই জবাবে পার্থ বলেন, ‘‘বিজেপি পরিষদীয় দল চিঠি দেওয়ার কে ? প্রার্থী যেখানে কোনও আবেদন করেননি ।’’ পার্থ চট্টোপাধ্যায়ের মতে, ‘‘ঘৃণ্য রাজনীতির জন্য বিজেপি পরিষদীয় দল চিঠি দিয়েছে আমাদের বিধায়ক-সাংসদদের ।’’
বিজেপি একজন আদিবাসীকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে লাভ নিতে চাইছে বলে মনে করেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘আদিবাসীদের জন্য আন্দোলন করে আদিবাসীদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কী অবদান, তা দেশের মানুষ জানে । সিম্বলিক কাউকে প্রার্থী করে প্রমাণ করা যায় না যে আদিবাসীদের জন্য এরাই সব কিছু করেছে ।’’
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!