Yogi Adityanath: দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ যোগীর - Bangla Hunt

Yogi Adityanath: দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ যোগীর

By Bangla Hunt Desk - March 25, 2022

বাংলাহান্ট ডেস্কঃ যাবতীয় সমালোচনা, বিতর্ক পিছনে ফেলে দ্বিতীয় বার উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি (BJP)। আর সেই জয়ের কারিগর হিসেবে দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

আরো পড়ুন- Rampurhat Case: বগটুই গনহত্যায় মহিলা-শিশু খুন! রাজ্যের কাছে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের

শুক্রবার লখনউয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতে শপথগ্রহণ করলেন যোগী আদিত্যনাথ-সহ ৫২ জন মন্ত্রী। এই প্রথম উত্তরপ্রদেশে কোনও মুখ্যমন্ত্রী টানা দু’ বার শপথ নিলেন। বিপুল ভোট পেয়ে উত্তরপ্রদেশে টানা দ্বিতীয়বার সরকার গঠন করেছে বিজেপি। আজকের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতারা। সব মিলিয়ে যোগীর শপথগ্রহণ অনুষ্ঠানে ছিল চাঁদের হাট।

লখনউয়ের একানা স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল থেকেই এই শপথ গ্রহণের আয়োজন শুরু হয়েছিল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদব এবং মায়াবতীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। যোগীর ক্যাবিনেটে ১৬ জন মন্ত্রী স্থান পেয়েছেন। ১৪ জন স্বাধীনদায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ২০ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন এদিন। প্রায় ২০ হাজার মানুষের উপস্থিতিতে শপথ নিল উত্তরপ্রদেশ মন্ত্রিসভা।

এদিন শপথ নেন ৫ জন মহিলা মন্ত্রীও। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা সকলেই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংখ্যালঘু মুখ হিসাবে উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন দানিশ আজাদ আনসারি। প্রতিমন্ত্রী হিসাবে উত্তরপ্রদেশ বিধানসভায় জায়গা করে নিলেন তিনি। এর আগে মহসিন রাজা যোগীর মন্ত্রিসভার সংখ্যালঘু মন্ত্রী ছিলেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর