দেশজুড়ে বিজেপি বিরোধী চোরাস্রোত বইছে, রাহুল প্রধানমন্ত্রীর মুখ হলে আপত্তি নেই! নীতীশ - Bangla Hunt

দেশজুড়ে বিজেপি বিরোধী চোরাস্রোত বইছে, রাহুল প্রধানমন্ত্রীর মুখ হলে আপত্তি নেই! নীতীশ

By Bangla Hunt Desk - January 01, 2023

২০২২ সালের শেষ দিন হঠাৎ করেই জাতীয় স্তরের বিরোধী রাজনীতিতে কোলাহল শুরু হয়ে গেল। কংগ্রেসের বর্ষীয়ান নেতা কমল নাথ ফের আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে ভাসিয়ে দিলেন রাহুল গান্ধীর নাম। বছরের শেষদিন আসরে নামলেন রাহুল নিজেও। দাবি করলেন, দেশজুড়ে বিজেপি বিরোধী চোরাস্রোত তৈরি হয়েছে। আর দিনের শেষ রাহুলের (Rahul Gandhi) প্রধানমন্ত্রিত্বের দাবিকে সমর্থন করে কংগ্রেসকে অক্সিজেন দিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও।

আরো পড়ুন- লক্ষ্য ২০২৪, নতুন বছরে বঙ্গে সংগঠন মজবুত করতে একাধিক জনসভা করবেন নরেন্দ্র মোদী

কমল নাথ (Kamal Nath) দাবি করেছিলেন, “২০২৪ সালের লোকসভায় বিরোধী মুখই কেবল নন, প্রধানমন্ত্রিত্বের মূল দাবিদারও রাহুল গান্ধী। রাহুল ক্ষমতার জন্য রাজনীতি করেন না, করেন দেশের মানুষদের জন্য। তাঁরাই ওঁকে ক্ষমতায় আনবেন।” কার্যত, একতরফাভাবে রাহুলকে বিরোধী শিবিরের মুখ হিসাবে ঘোষণা করে দিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই বিরোধী শিবিরের অন্য নেতারা এ প্রসঙ্গে কী প্রতিক্রিয়া দেন, সেটা দ্রষ্টব্য বিষয় ছিল। শেষবেলায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, যিনি কিনা নিজেও বিরোধী শিবিরের মুখ হওয়ার দাবিদার, কংগ্রেসের (Congress) এই অবস্থানকে কার্যত সমর্থনই করেছেন। তিনি বলে দিয়েছেন, কংগ্রেস যদি রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে সামনে আনতে চায়, তাতে তাঁর কোনও আপত্তি নেই। নীতীশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি নিজে বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দাবিদার নন।

কংগ্রেস নেতা এদিন সাংবাদিক বৈঠকে বলেছেন,”বিরোধী শিবির যদি কার্যকরীভাবে একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারে, তাহলে বিজেপির জন্য নির্বাচন জেতাটা কঠিন হবে। তবে বিরোধীদের সঠিকভাবে নিজেদের মধ্যে সমন্বয়সাধন করতে হবে। এবং বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের কাছে যেতে হবে।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর