

কলকাতা: কলকাতায় আই-প্যাক (I-PAC)-এর দপ্তরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) হানা ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। শুক্রবার এই ঘটনার প্রতিবাদে রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থা এবং বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ইডি-কে ব্যবহার করছে কেন্দ্রের শাসক দল।
মিছিল থেকে মুখ্যমন্ত্রীর কণ্ঠে শোনা যায় ক্ষোভ। তিনি বলেন, “যারা দেশ লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে, তারাই আজ বাংলাকে ভয় দেখাতে চাইছে। বিজেপি জানে, বাংলার মানুষ তাদের গ্রহণ করেনি। তাই কেন্দ্রীয় এজেন্সিকে ঢাল করে গণতন্ত্রকে আঘাত করা হচ্ছে।”
সল্টলেকের আই-প্যাক দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানাকে ‘পরিকল্পিত রাজনৈতিক অভিযান’ বলে দাবি করেন মমতা। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ নথি ও নির্বাচনী কৌশল হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই তল্লাশি। “নির্বাচনের আগে ভয় দেখানোর এই কৌশল নতুন নয়,” মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

মমতার নেতৃত্বে হওয়া এই প্রতিবাদ মিছিলে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, বিধায়ক ও কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ‘গণতন্ত্র বাঁচাও’, ‘ইডি-সিবিআইয়ের অপব্যবহার বন্ধ করো’— স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ।
তবে বিজেপি শিবির মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিজেপির বক্তব্য, কেন্দ্রীয় সংস্থা আইন মেনেই কাজ করছে এবং তদন্তে কোনও রাজনৈতিক নির্দেশ নেই। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ইডি অভিযানের সময় ও মুখ্যমন্ত্রীর এই প্রকাশ্য প্রতিবাদ রাজ্য রাজনীতিতে কেন্দ্র-রাজ্য সংঘাতকে নতুন মাত্রা দিল।
নির্বাচনের মুখে এই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে যে উত্তাপ আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স