‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর - Bangla Hunt

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

By Bangla Hunt Desk - January 08, 2026

কলকাতা: কলকাতায় আই-প্যাক (I-PAC)-এর দপ্তরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) হানা ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। শুক্রবার এই ঘটনার প্রতিবাদে রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থা এবং বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ইডি-কে ব্যবহার করছে কেন্দ্রের শাসক দল।

মিছিল থেকে মুখ্যমন্ত্রীর কণ্ঠে শোনা যায় ক্ষোভ। তিনি বলেন, “যারা দেশ লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে, তারাই আজ বাংলাকে ভয় দেখাতে চাইছে। বিজেপি জানে, বাংলার মানুষ তাদের গ্রহণ করেনি। তাই কেন্দ্রীয় এজেন্সিকে ঢাল করে গণতন্ত্রকে আঘাত করা হচ্ছে।”

সল্টলেকের আই-প্যাক দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানাকে ‘পরিকল্পিত রাজনৈতিক অভিযান’ বলে দাবি করেন মমতা। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ নথি ও নির্বাচনী কৌশল হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই তল্লাশি। “নির্বাচনের আগে ভয় দেখানোর এই কৌশল নতুন নয়,” মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

মমতার নেতৃত্বে হওয়া এই প্রতিবাদ মিছিলে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, বিধায়ক ও কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ‘গণতন্ত্র বাঁচাও’, ‘ইডি-সিবিআইয়ের অপব্যবহার বন্ধ করো’— স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ।

তবে বিজেপি শিবির মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিজেপির বক্তব্য, কেন্দ্রীয় সংস্থা আইন মেনেই কাজ করছে এবং তদন্তে কোনও রাজনৈতিক নির্দেশ নেই। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ইডি অভিযানের সময় ও মুখ্যমন্ত্রীর এই প্রকাশ্য প্রতিবাদ রাজ্য রাজনীতিতে কেন্দ্র-রাজ্য সংঘাতকে নতুন মাত্রা দিল।

নির্বাচনের মুখে এই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে যে উত্তাপ আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর