বিজেপি নেতাকে মারধরের অভিযোগ! লঙ্কা কান্ডের হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের - Bangla Hunt

বিজেপি নেতাকে মারধরের অভিযোগ! লঙ্কা কান্ডের হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের

By Bangla Hunt Desk - June 11, 2020

নিজস্ব সংবাদদাতা, বাপ্পাই দত্ত; বনগাঁ গ্রামীন ১ নম্বর শক্তি কেন্দ্রের প্রধান বিজেপি নেতা সুতনু দেবনাথ। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, সুতনু দেবনাথকে কিছু অজ্ঞাত পরিচয় যুবক যশোর রোডে বিএসএফ ক্যাম্পের বিপরীতে একটি দোকান থেকে টেনে বার করে। তারপর লাঠি, বাঁশ ও রড দিয়ে বেধড়ক মারধর করে। এতে সুতনু বাবু গুরুতর জখম হন। সুতনু বাবুর মাথায় আঘাত লাগে তখন ওই এলাকারই বিজেপি নেতা দেবদাস মন্ডল ও তার সহকর্মীরা বিষয়টি জানতে পেরে তৎক্ষনাৎ সুতনুকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সুতনু দেবনাথের পরিস্থিতি খুবই সংকটজনক হওয়ায় তাকে কলকাতায় রেফার করা হয়। হাসপাতাল সূত্রে খবর বর্তমানে সুতনু বাবুর শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে।

তবে এ বিষয়ে বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ ‘সান্তনু ঠাকুর’ এবং বনগাঁর বিজেপি নেতা’দেবদাস মন্ডল’ জানিয়েছেন আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে। আর তা না হলে আগুন জ্বলবে সারা বাংলা তথা বনগাঁ জুড়ে। এই ঘটনায় তারা টিএমসি কেই দায়ী করেছে। বলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বনগাঁ থানার সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করে বিজেপি। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্য বিজেপির অন্তরে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর