দুটি পিস্তল ও ছয়টি কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ - Bangla Hunt

দুটি পিস্তল ও ছয়টি কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ

By Bangla Hunt Desk - June 01, 2022

মালদাঃ গোপন সূত্রে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ছয়টি কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

জানা যায় সোমবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ভালুকা গ্রাম পঞ্চায়েতের বোরনাহি এলাকায় হরিশ্চন্দ্রপুর অভিযান চালিয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে গ্রেফতার করতেই চক্ষু চড়কগাছ।তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান,একটি সেভেন এমএম পিস্তল এবং ছয় রাউন্ড কার্তুজ।

পুলিশ জানায়,ধৃতরা হলেন মোহাম্মদ সহিদুল করিম(৩০) ও হাসান জামান(৩২)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বরনাহি গ্রামে। মঙ্গলবার ধৃত দুই জনকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান,কি উদ্দেশ্যে দুষ্কৃতীরা এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল তা তদন্ত চলছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর