দুই বন্ধুর ছিনতাইয়ের ছক ব্যর্থ করলো মালদহের চাঁচল থানার পুলিশ, আগ্নেয়াস্ত্রসহ ধৃত এক দুষ্কৃতী - Bangla Hunt

দুই বন্ধুর ছিনতাইয়ের ছক ব্যর্থ করলো মালদহের চাঁচল থানার পুলিশ, আগ্নেয়াস্ত্রসহ ধৃত এক দুষ্কৃতী

By Bangla Hunt Desk - July 13, 2022

মালদাঃ- দুই বন্ধুর ছিনতাইয়ের ছক ব্যর্থ করলো মালদহের চাঁচল থানার পুলিশ, আগ্নেয়াস্ত্রসহ ধৃত এক দুষ্কৃতী।

পুলিশ জানায়,ধৃতের নাম মেরাজুল হক(৩২)বাড়ি জালালপুর অঞ্চলের কৃষ্ণপুর এলাকায়। উৎসবের মরশুমে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন দুই বন্ধু।পরিকল্পনা ছিল এলাকায় লুট চালানোর।সেই মতো প্রায় ১০ কিমি দূরে আরেক বন্ধুর বাড়িতে কষা হচ্ছিল ছক।কুখ্যাত দুস্কৃতির আসর বসেছে বন্ধুর বাড়িতে টের পেয়ে হানা দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক বন্ধু পালিয়ে গেলেও একজন পুলিশের খপ্পরে পড়ে। মঙ্গলবার সাতসকালে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার প্রত্যন্ত গ্রামে।তদন্তের স্বার্থে পলাতক বন্ধুর পরিচয় গোপন রেখেছে পুলিশ। এদিকে একটি অবৈধ পাইপগান ও এক রাউন্ড কার্তুজ সহ একজনকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ।পুলিশের দাবি,ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরোও তথ্য উঠে আসবে। পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর