দিল্লি থেকে দ্বারভাঙ্গা এক্সপ্রেসে আগুন, দাউদাউ করে জ্বলছে তিনটি বগি - Bangla Hunt

দিল্লি থেকে দ্বারভাঙ্গা এক্সপ্রেসে আগুন, দাউদাউ করে জ্বলছে তিনটি বগি

By Bangla Hunt Desk - November 15, 2023

দিল্লি থেকে দ্বারভাঙ্গা এক্সপ্রেসে আগুন, দাউদাউ করে জ্বলছে একের পর এক কামরা

বাংলাহান্ট ডেক্সঃ দিল্লি থেকে দ্বারভাঙ্গা হামসফর এক্সপ্রেসে বিধ্বংসী আগুন, দাউদাউ করে জ্বলছে ট্রেনের তিনটি বগি। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে গিয়েছে যাত্রীদের মধ্যে। আতঙ্কে তীব্র চিৎকার জুড়েছেন সকলেই। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। বুধবার এই ট্রেন দুর্ঘটনাটি ঘটে উত্তর প্রদেশে।

উৎসবের মরশুমে ফের একবার দেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। উত্তর প্রদেশের এটাওয়াতে দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিল্লি থেকে মেরঠ যাওয়ার পথে এই অঘটন ঘটেছে বলে জানা যাচ্ছে।
তবে ০২৫৭০ নম্বর দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসের যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে দাবি রেলের।

https://x.com/ANI/status/1724781375390404690?s=20

গত আগস্ট মাসে তামিলনাড়ুর মাদুরাইয়ের এক্সপ্রেসে আগুন ধরে যায়। জ্বলে যায় দুটি কামরা। প্রাণ যায় আটজনের। এবার আবার আগুন ধরল ট্রেনে। বুধবার সন্ধেয় উত্তরপ্রদেশের এটা এলাকার সরাই ভূপত স্টেশনে কাছে দিল্লি-দ্বারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন ধরে যায়। জানা গিয়েছে, তিনটি স্লিপার কামরা এখনও জ্বলছে। ঘটনাস্থে পৌঁছে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চলছে।

আরো পড়ুন-  কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বড় দায়িত্ব পেলেন প্রসেনজিৎ

জানা গিয়েছে, এদিন সরাই ভূপত স্টেশন পার করার সময় ট্রেনের কামরার বাইরে কালো ধোঁয়া বের হতে দেখেন স্টেশন মাস্টার। সঙ্গে সঙ্গে ট্রেন চালককে খবর দেন তিনি। এদিকে আগুন লাগার খবর পেয়ে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন তাঁরা। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর