দিলীপ মুকুল নয়, ২০২১-শে বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে! তা সাফ জানালো সৌমিত্র খাঁ - Bangla Hunt

দিলীপ মুকুল নয়, ২০২১-শে বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে! তা সাফ জানালো সৌমিত্র খাঁ

By Bangla Hunt Desk - August 18, 2020

বিজেপি একপ্রকার স্থির করেই নিয়েছে যে ২০২১-শে বিধানসভা নির্বাচনে তৃণমূল হারছে। তাই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ও একপ্রকার ঠিক হয়ে গিয়েছে। তাই বিতর্ক উস্কে দিয়ে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হচ্ছেন, তা সাফ জানালেন বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। তার সাফ কথা, ২০২১-শে দিলীপ ঘোষ, মুকুল রায় কেউই হবেন না মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হবেন নতুন একজন।

আরো পড়ুন- বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনার নাম জাড়ালো তৃণমূল বিধায়কের

সম্প্রতি বিষ্ণুপুরের ষাঁড়েশ্বর মন্দিরে করোনা ভাইরাস থেকে বিশ্বকে মুক্ত করার জন্য যঞ্জ করেন সৌমিত্র খাঁ। সেই সময় যঞ্জ করতে এসে সোশ্যাল মিডিয়ায় জল্পনা উসকে দেন তিনি। সৌমিত্র খাঁ বলেন, “এবার বাংলা একজনকে গেরুয়াধারী মুখ্যমন্ত্রী হবেন। তিনি আরো বলেন, যিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি হবেন ত্যাগের প্রতীক”।

কিন্তু কে এই গেরুয়াধারী? কাকে নিয়ে জল্পনা তৈরি করলেন তিনি?

নাম না করলেও বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রামকৃষ্ণ মঠ ও মিশনের তরুণ মহারাজ কৃপাকরনন্দকে নিয়ে জল্পনা তৈরি হয়।


আরো পড়ুন-
বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনার নাম জাড়ালো তৃণমূল বিধায়কের

উল্লেখ্য, তরুণ মহারাজ কৃপাকরনন্দ এর আগে স্পষ্ট করে দিয়েছিলেন যে রামকৃষ্ণ মিশন ও মঠ সর্বদা রাজনীতির বাইরে থেকেছে। আদর্শগতভাবে রামকৃষ্ণ মঠ ও মিশন এবং মিশনের সন্ন্যাসীরা রাজনীতি থেকে বিশ যোজন দূরে থাকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর