দায়িত্ব থেকে সরানো হলো বিজপুরে বিজেপির দুই মন্ডল সভাপতিকে - Bangla Hunt

দায়িত্ব থেকে সরানো হলো বিজপুরে বিজেপির দুই মন্ডল সভাপতিকে

By Bangla Hunt Desk - May 27, 2020

দায়িত্ব থেকে সরানো হলো বীজপুরে বিজেপির দুই মন্ডল সভাপতিকে। মঙ্গলবার ২৬ মে ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি উমাশঙ্কর একটি বিজ্ঞপ্তি জারি করে বীজপুরে বিজেপির মন্ডল -১ এর সভাপতি তাপস ঘোষ এবং মন্ডল -২ এর সুশান্ত বালাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। তাদের জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে মন্ডল-১ এ অতীন্দ্রনাথ ভৌমিক এবং মন্ডলের-২ নরেন রায়কে। বিজ্ঞপ্তিতে আজ বুধবার থেকেই তাদের নতুন দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে।

সূত্রের খবর মূলত গোষ্ঠী দ্বন্দ্বকে কেন্দ্র করেই সরানো হয়েছে বীজপুরে বিজেপির দুই মন্ডল সভাপতি কে। কিছুদিন আগেই ত্রাণ বিলি কে কেন্দ্র করে গান্ধী মোড় অঞ্চলের সিটি লাইফ এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর সঙ্গে বিজেপির মন্ডল-১ এর সভাপতি তাপস ঘোষ এর নাম জড়িয়ে যায়। সংঘর্ষে বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি সমর দাসের পা ভেঙে যায়। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহও এই ঘটনার তীব্র বিরোধ নিন্দা করেন। তিনি বলেন প্রকাশ্যে এইরকম ঘটনা কোন মতেই বরদাশ্ত করা হবে না।
অন্যদিকে বিজপুর মন্ডল-২ এর সভাপতি সুশান্ত বলাকে দলের কার্যকলাপ পরিচালনায় তেমন উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে দেখা যেত না। মনে করা হচ্ছে এইসব কারনেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিজপুরে বিজেপির দুই মন্ডল সভাপতি কে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর