দশম শ্রেনীর ছাত্রের হত্যাকারীকে গ্রেফতার দাবিতে বালুরঘাট থানায় বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা - Bangla Hunt

দশম শ্রেনীর ছাত্রের হত্যাকারীকে গ্রেফতার দাবিতে বালুরঘাট থানায় বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা

By Bangla Hunt Desk - September 04, 2020

বালুরঘাট, ৪ সেপ্টম্বর; প্রতিবেশীদের মারধোরের হাত থেকে মায়ের সভ্রম বাচাতে গিয়ে খুন হয়ে যাওয়া এক দশম শ্রেনীর ছাত্রের হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বালুরঘাট থানায় বিক্ষোভ দেখালো স্থানিও বাসিন্দারা।

প্রসঙ্গত , গত মাসের ৬ তারিখে বালুরঘাট শহর লাগোয়া বালুরঘাট থানা থেকে ঢিল ছোড়া দুরত্বে চকভৃগু এলাকার ডাকরা পাড়াতে এক প্রতিবেশীর সাথে অন্য প্রতিবেশীর ঝগড়া বাধে। বালুরঘাট নদীর ওপার হাইস্কুলের দশম শ্রেনীর ছাত্র রত্ন বর্মনের মা’কে অন্য প্রতিবেশিরা একা পেয়ে মারধোরের পাশাপাশি তার পরনের শাড়ি ব্লাউস ধরে টানাটানি করার খবর পেয়ে দৌড়ে গিয়ে মা’র সম্ভব বাচানোর চেষ্টা করে রত্ন বর্মন। অভিযোগ সেই সময় ওই প্রতিবেশীদের মধ্যে একজন কাঠ দিয়ে রত্নর মাথায় আঘাত করলে রত্ন রক্তাত্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ে।তাকে প্রথমে বালুরঘাট হাসপাতাল ও পরে সেখানে অবস্থার তার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করবার সময় পথেই দশম শ্রেনীর ছাত্র রত্ন বর্মনের মৃত্যু হয়।এই নিয়ে সে সময় বালুরঘাট থানায় অভিযোগ ও দায়ের হয়।

কিন্তু স্থানিওদের অভিযোগ সেই ঘটনার একমাস কেটে গেলেও রত্ন বর্মনের খুনিকে পুলিশ নাকি গ্রেফতার তো করছে না উলটে পুলিশের সাথে এব্যাপারে আবেদন জানাতে আসলে পুলিশ নাকি তাদের সাথে খারাপ ব্যবহারের পাশাপাশি হুমকি দিচ্ছে বলে অভিযোগ।

সেই কারনেই আজ পুলিশি নিষ্ক্রিয়তার পাশাপাশি ওই খুনির ফাসির দাবিতে ওই দশম শ্রেনীর মৃত ছাত্রের ডাকরা এলাকার স্থানিও বাসিন্দারা হাতে ওই ছাত্রের ছবি লাগানো ও খুনির ফাসি জানিয়ে লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে আসে। যদিও পুলিশ আগে থেকে থানার গেট বন্ধ রাখায় তারা থানা চত্বরে ঢুকতে পারেনি।
এই নিয়ে বালুরঘাট থানা চত্বরে সাময়িক উত্তেজনা ছড়ায়। যদিও বালুরঘাট থানা জানিয়ে পুলিশ এব্যাপারে যথাযথ তদন্ত জারি রেখেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর