জল্পান বাড়িয়ে ১৪ জন বিজেপির বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন - Bangla Hunt

জল্পান বাড়িয়ে ১৪ জন বিজেপির বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন

By Bangla Hunt Desk - May 20, 2021

বাংলা হান্ট ডেক্সঃ সমস্ত পরিকল্পনা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। নির্বাচনী প্রচারে যে আস্ফালন বিজেপি নেতা–নেত্রীরা থেকে দেখিয়েছিলেন এখন তা বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। কারণ ২০০ আসন তো দূরের ব্যাপার, ১০০ আসন জিততে পারেনি বিজেপি। ক্ষমতা দখলের স্বপ্ন ফেরি করলেও ৭৭ আসনে আটকে গিয়েছে গেরুয়া শিবির। তাই আশঙ্কা ছিল আগে থেকেই। ৭৭ জন বিজেপি বিধায়ক এর মধ্যে ১৪ জন বিধায়ক এর বিদ্রোহী হয়ে ওঠায় কার্যত প্রমাদ গুনছে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব।

আরো পড়ুন- রিপোর্টে কোভিড পজেটিভ, আক্রান্ত রোগী দিব্যি ঘুরে বেড়াচ্ছেন কলকাতার রাস্তায়!

দলীয় বিধায়কদের সবাইকে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে বিজেপি গোটা দেশকে বোঝাতে চেয়েছিল যে, এ রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেই ভালো নয়। কিন্তু বিজেপি’র কেন্দ্রীয় নেতাদের সেই দাবিতে কার্যত জল ঢেলে দিয়েছেন দলীয় বিধায়কদের অনেকেই। জল্পনা বাড়িয়ে এবার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাখ্যান করেছেন তারা।

ভোটের ফল ঘোষণার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর থেকে জানিয়ে দেওয়া হয় বাংলায় বিজেপির প্রত্যেক বিধায়ককে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। তারপর থেকেই শুধুমাত্র শৌচাগারে যাওয়া ছাড়া তাদের প্রতিটি মুহূর্তে কার্যত থাকতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে।

এই পরিস্থিতিতে এবারে দলের প্রতি সরাসরি বিদ্রোহ করে তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ফেরত পাঠিয়ে দিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিলেন ১৪ বিজেপি বিধায়ক। তাঁদের অভিযোগ, “নিরাপত্তা অথবা বিরোধী দলের হাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনার জন্য নয়, আসলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আমাদের ওপর নজরদারি করা হচ্ছে বিরোধী দলের সঙ্গে আমরা যোগাযোগ করছে কিনা তা দেখার জন্য। এভাবে কোনো সুস্থ মানুষ বেঁচে থাকতে পারে না।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর