দল থেকে সাসপেন্ড তাহির হোসেন, আইবি কর্মী অঙ্কিত শর্মার খুনে এফআইআর দায়ের তাহিরের বিরুদ্ধে - Bangla Hunt

দল থেকে সাসপেন্ড তাহির হোসেন, আইবি কর্মী অঙ্কিত শর্মার খুনে এফআইআর দায়ের তাহিরের বিরুদ্ধে

By Bangla Hunt Desk - February 28, 2020

গত মঙ্গলবার জাফরাবাদ আপ কাউন্সিলর তাহির হোসেনের বাড়ির পাশের নর্দমা থেকে উদ্ধার হয় আইবি কর্মী অঙ্কিত শর্মার ছিন্নভিন্ন দেহ । তার পরিবারের লোক অভিযোগ করে তাহির হোসেন তার ছেলের হত্যা করেছে।ময়না তদন্তে জানা যায়, ধারালো অস্ত্র দিয়ে অঙ্কিতের দেহকে বারবার আঘাত করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তাহির ও অন্য অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে খুন, অগ্নিসংযোগ ও সংঘর্ষের অভিযোগ দায়ের করে। আম আদমি পার্টি তাহির হোসেন কে দল থেকে সাসপেন্ড করে, মামলা থেকে ক্লিনচিট না পাওয়া পর্যন্ত তিনি সাসপেন্ড থাকবেন।

এই ব্যাপারে তাহির জানান, অঙ্কিতের মৃত্যুর সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন, তিনি নিজেও আক্রান্ত হয়েছেন।

এই ব্যাপারে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, হিংসার সাথে যারা জড়িত থাকবে তারা কেউ রেহাই পাবে না, তার দলের কেউ যদি যুক্ত থাকে তারাও নয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর