দক্ষিন দিনাজপুর জেলায় আরও ১০ জন করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলল - Bangla Hunt

দক্ষিন দিনাজপুর জেলায় আরও ১০ জন করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলল

By Bangla Hunt Desk - June 01, 2020

বালুরঘাট; দক্ষিন দিনাজপুর জেলায় আরও ১০ জন পারিযায়ী শ্রমিকের করোনা আক্রান্তের খোঁজ মিলল। এরা সবাই জেলার কুমারগঞ্জের বাসিন্দা। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৬। যদিও এর মধ্যে পাঁচজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেলেও তাদের হোম কোয়ারাইন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে সুত্রের খবর মালদা মেডিক্যালে চাপ থাকায় কয়েকদিন জেলা থেকে পাঠানো পারিযায়ী শ্রমিকদের সোয়াব টেস্টের কিট গুলি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে টেস্টের জন্য পাঠানো হয়েছিল। সেখান থেকে আজ সকালে সোয়াব টেস্টের রিপোর্ট আসার পর তড়িঘড়ি জেলা স্বাস্থ্য দফতরের তরফে ওই ১০ জন পারিযায়ী শ্রমিককে তাদের বাড়ি থেকে জেলা কোভিড হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থ্যা করা হয়। পাশাপাশি এই ১০ জনের সংস্পর্শে কয়কজন এসেছে তাদের চিহ্নিত করে সরকারি কোয়ারাইন্টাইন সেন্টারে নিয়ে আসার জন্য তৎপরতা শুরু হয় জেলা স্বাস্থ্য দফতরের পাশাপাশি স্থানীয় প্রশাসনের তরফে।

এরআগে দক্ষিন দিনাজপুর জেলায় হরিরামপুরে ৮ জন, কুশমন্ডিতে ৪ জন, বালুরঘাট, তপন, কুমারগঞ্জ ও গঙ্গারামপুরে ১ জন করে করোনা আক্রান্তের হদিস মিলেছিল। আজকে আসা পারিযায়ী শ্রমিকদের মধ্যে ৮ জনের বাড়ি কুমারগঞ্জ ব্লকের দিওর অঞ্চলে , বটুন অঞ্চলের ১ জন ও ভৌয়র অঞ্চলের পাটিতপুকুর এলাকার ১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে।

যদিও স্বাস্থ্য দফতরের বা জেলা প্রশাসনের তরফে এখনও এই নিয়ে কোন উচ্চবাচ্চ্য করা হয়নি। এদিকে
নতুন করে ১০ জনের সংক্রমণ ধরা পড়ায় দক্ষিণ দিনাজপুরে চাঞ্চল্য ছড়িয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর