দক্ষিন দিনাজপুর জেলার জেলাশাসকের রদবদল, নিখিল নির্মলের জায়গায় আসবেন আইএস সি মুরগান - Bangla Hunt

দক্ষিন দিনাজপুর জেলার জেলাশাসকের রদবদল, নিখিল নির্মলের জায়গায় আসবেন আইএস সি মুরগান

By Bangla Hunt Desk - April 09, 2021

জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক পদে রদবদল। আধিকারিক বদল করলো নির্বাচন কমিশন অপসারণ করা হলো জেলাশাসক নিখিল নির্মলকে। এদিন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক তথা জেলা মুখ্য নির্বাচন আধিকারিক নিখিল নির্মলকে অপসারণ করে দিলোনির্বাচন কমিশন তার পরিবর্তে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দায়িত্ব দেওয়া হবে ২০০৭ সালের ব্যাচের আইএএস অফিসার সি মুরগানকে।

সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় দু’বছর ধরে জেলাশাসক নির্মল দায়িত্বে ছিলেন, এবং জেলার নানান কাজ তিনি করেছেন। বেশ কিছুদিন আগে অর্থাৎ নির্বাচন ঘোষণার আগেই জেলাশাসককে বদলির নির্দেশ আসে পরে পরিবর্তন করে ত তা স্থগিত করা হয়, অবশেষে বুধবার সন্ধ্যেবেলায় নিবার্চন কমিশনের তরফে তার বদলির নির্দেশ এসে পৌঁছায় সংশ্লিষ্ট দপ্তরে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর