দক্ষিণ দিনাজপুর জেলাতে মহা সমারোহে পালিত হল নেতাজির সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী দিবস - Bangla Hunt

দক্ষিণ দিনাজপুর জেলাতে মহা সমারোহে পালিত হল নেতাজির সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী দিবস

By Bangla Hunt Desk - January 23, 2021

বালুরঘাট ; আজ ২৩ শে জানুয়ারি সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও মহা সমারোহে পালিত হচ্ছে ভারত মায়ের বীর সন্তান নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস। একদিকে যখন রাজ্য সরকারের তরফে এই দিনটিকে দেশপ্রেম দিবস যেমন পালিত হচ্ছে। তেমনি বিজেপির তরফে এই দিওটিকে পরাক্রম দিবস জেলার পাশাপাশি সারা রাজ্যে পালন করা হচ্ছে।
আজ জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বালুরঘাট যুক্ত সংঘ লাইব্রেরীতে পালিত হয় নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার জেলা শাসক নিখিল নির্মল, অতিরিক্ত জেলা শাসক জিতিন যাদব,ম্যাকেন্টোস বার্নের চেয়ারম্যান শঙ্কর চক্রাকার, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী সহ অন্যান্যরা। আজ এই অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীরা নৃত্য গীতের মাধ্যমে নেতাজীর জন্মদিন উদযাপন করে। পাশাপাশি আজ বালুরঘাট পৌরসভা ও যুব দপ্তরের যৌথ উদ্যোগে পালিত হয় সুভাস উৎসব। সুভাষ উৎসবকে সামনে রেখে বালুরঘাট পৌরসভার সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। এই র‍্যালিতে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌর সভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হরিপদ সাহা,বালুরঘাট পৌর সভার প্রশাসক বোর্ডের সদস্য বিপ্লব খাঁ সহ অন্যান্যরা। এই র‍্যালিটি শেষ হয় বালুরঘাট যুবশ্রী মোর এলাকার নেতাজীর মুর্তির পাদদেশে। এই র‍্যালি শেষে দুপুর ১২ টা ১৫ মিনিটে শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে নেতাজীর জন্মের সময়টিকে উদযাপন করা হয়। এর পর বালুরঘাট পৌর সভার প্রশাসক বোর্ডের সদস্যরা নেতাজীর মুর্তিতে মাল্য দান করে নেতাজীর প্রতি সম্মান জ্ঞাপন করেন। এছাড়াও এদিন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নেতাজীর মুর্তিতে মাল্য দান করে সম্মান করেন। এদিন বালুরঘাট শহরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও র‍্যালি বের করা হয়। পাশাপাশি আজ বিভিন্ন বাড়িতে শঙ্খ বাজিয়ে নেতাজী জন্মদিন পালন করা হয়।

অন্যদিকে আজ বালুরঘাট বাস স্ট্যান্ডে নেতাজীর মুর্তিতে মাল্যদান করে সারা দেশের সাথে এই জেলাতেও পরাক্রম দিবস হিসেবে পালন করে জেলা বিজেপি নেতৃত্ব। পাশাপাশি তারা নেতাজীর বীর জয়গাথা যেমন শ্রদ্ধার সাথে স্মরন করে তার বীরত্বের প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করেন। তেমনি দেশের প্রধানমন্ত্রী বেলা তিনটের সময় কলকাতার ভিক্টরিয়া মেমরিয়াল হলে নেতাজী প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে সম্মান জানিয়ে ভাষন দেবেন তা জেলার সমস্ত বুথ স্তরে সেই ভাষন প্রচার করে জনগনকে নেতাজীর জয়গাথার উদবুদ্ধ করে তুলে নেতাজীর জন্মদিনটিকে পরাক্রম দিবস হিসেবে শ্রদ্ধা জানিয়ে পালন করবেন বলে জানান বেজিপি নেতা সুকান্ত মজুমদার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর