Bhatpara Municipality: তোলা না পেয়ে ভোররাতে খাটালে বোমাবাজি! ফের উত্তপ্ত ভাটপাড়া - Bangla Hunt

Bhatpara Municipality: তোলা না পেয়ে ভোররাতে খাটালে বোমাবাজি! ফের উত্তপ্ত ভাটপাড়া

By Bangla Hunt Desk - July 07, 2022

ফের বোমাবাজির অভিযোগ ভাটপাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ভাটপাড়া পুরসভার (Bhatpara Municipality) ১৮ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার ভোর রাতে একটি গরুর খাটালে বোমাবাজির (Bombing) ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে তোলাবাজির জন্যই বোমাবাজি হয়েছে। এদিকে এই ঘটনার জেরে জখম হয়েছে একটি গোরু। ঘটনাস্থলে এসে তার চিকিৎসা করেন চিকিৎসক। এদিকে বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর তার আগেই এলাকায় একের পর এক বোমাবাজির ঘটনায় চূড়ান্ত আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরো পড়ুন- ঘটাকরে নির্মল ঘোষিত হয়েছে গোটা জেলা! বাস্তবে ভিন্ন ছবি, সকাল হলেই লোটা হাতে দৌড়াচ্ছেন গ্রামবাসীরা

খাটালের মালিক বলেন, “রাতে তখন আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আচমকাই বোমাবাজির আওয়াজ শুনতে পাই। কিছুক্ষণ পর আমরা ঘর থেকে বের হই। দেখি খাটালের সামনে  বোমাবাজি হয়েছে। আমাদের একটা গরুও রক্তাক্ত হয়েছে। এলাকায় শান্তি চাই।”

মাঝেমধ্যেই বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া এলাকা। গত সপ্তাহেই বোমাবাজি হয়। ১৩ নম্বর ওয়ার্ডের বারুই পাড়ার ২১ নম্বর গলিতে বোমাবাজি হয়। ওই এলাকায় প্রচুর মদের ঠেক গজিয়ে উঠেছে। একাধিকবার ঠেক উচ্ছেদের দাবিতে থানায় স্মারকলিপি জমা দিয়েও কাজ হয়নি। রাতে ঠেকের সামনে রাস্তায় বসে মদ্যপানের প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা।

টপাড়া থানার ১১ নম্বর ওয়ার্ডে এই বোমাবাজি হয়। চারজন বোমার আঘাতে জখমও হন। কাঁকিনাড়া ১০ নম্বর গলিতে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়। বোমাবাজিতে হরেকৃষ্ণ চৌহান নামে ৫৮ বছর বয়সী এক প্রৌঢ় জখম হন। এছাড়া হীরা সাউ, রঘুনাথ চৌধুরী-সহ আরও একজন আহত হন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর