'তৃণমূল থাকলে ফ্রিতে রেশন,বিজেপি এলে শুধুই ভাষণ', ভোটের আগে আক্রমন তৃণমূল নেতৃত্বের - Bangla Hunt

‘তৃণমূল থাকলে ফ্রিতে রেশন,বিজেপি এলে শুধুই ভাষণ’, ভোটের আগে আক্রমন তৃণমূল নেতৃত্বের

By Bangla Hunt Desk - April 05, 2021

“তৃণমূল থাকলে ফ্রিতে রেশন,বিজেপি এলে শুধুই ভাষণ,”বলে আক্রমণ শানান মেমার 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

বিধানসভা নির্বাচনের প্রচারে কাদের পাল্লা ভারী তা তুলে ধরতে প্রতিটি রাজনৈতিক দলই উঠে-পড়ে মাঠে নেমে পড়েছে। পূর্ব বর্ধমানের 265 নম্বর মেমোরি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রচার এর দিক থেকে অন্যান্য রাজনৈতিক দলের থেকে অনেকটাই এগিয়ে। মেমারি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্য একদিকে যেমন তার প্রচার কর্মসূচী চালিয়ে যাচ্ছেন তেমনি অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন মধুসূদন ভট্টাচার্যের সমর্থনে অঞ্চলে অঞ্চলে নির্বাচনী প্রচার অব্যাহত রেখেছে।

এদিন মেমারি বিধানসভার বাগিলা অঞ্চলের কালসী গ্রামে বাগিলা অঞ্চল তৃনমূল কংগ্রেসে বুথ কমিটির সহযোগিতায় একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ও বাগিলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি, মেমোরি 1 নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেল এর সভাপতি মীর পারভেজ, মেমারি 1 নম্বর ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় পাল, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার,পূর্ব বর্ধমান জেলার এসটি. এসসি. obc সেলের সহ-সভাপতি সৌমেন মজুমদার, বাগিলা গ্রাম পঞ্চায়েত প্রধান অরিন্দম ঘোষাল সহ বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক। উক্ত সভা থেকে উপস্থিত তৃণমূল নেতৃত্ব বিজেপি ও সিপিএমকে তীব্র ভাষায় আক্রমণ শানান।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর