China-Taiwan News: তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চিন, দাবি তাইওয়ানের বিদেশমন্ত্রীর - Bangla Hunt

China-Taiwan News: তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চিন, দাবি তাইওয়ানের বিদেশমন্ত্রীর

By Bangla Hunt Desk - August 10, 2022

যে কোনও মুহূর্তে তাইওয়ানে (Taiwan) হামলা চালাতে পারে চিন। ইতিমধ্যেই সেই লক্ষ্যে সামরিক মহড়া (Military Drill) শুরু করে দিয়েছে চিনা লালফৌজ (Chinese Army)। জলপথ এবং আকাশপথে ক্রমাগত অভিযানও চালানো হচ্ছে। এমনটাই অভিযোগ তাইওয়ানের বিদেশমন্ত্রীর।

আমেরিকার কংগ্রেসের ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভসে’র স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে অজুহাত খাড়া করে তাইওয়ানের সামরিক আগ্রাসনের পরিকল্পনা করেছে চিন। মঙ্গলবার তাইওয়ানের বিদেশমন্ত্রী জোসেফ য়ু।

আরো পড়ুন- Partha Chatterjee: বৃষ্টি ভেজা সন্ধ্যা, ‘তেলে ভাজা চাই’, জেলে আবদার পার্থ চট্টোপাধ্যায়ের

মঙ্গলবার তাইওয়ানের বিদেশমন্ত্রী জোসেফ উ দাবি করেছেন, “তাইওয়ান প্রণালী-সহ সমুদ্রের বিভিন্ন অংশে চিনের ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ) যে যুদ্ধ-মহড়া শুরু করেছে, তার একটাই লক্ষ্য— আমাদের বিরুদ্ধে সামরিক আগ্রাসন। তাদের আসল উদ্দেশ্য, তাইওয়ানকে কব্জায় নিয়ে নেওয়া। তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য আন্তর্জাতিক মহলকে সক্রিয় হওয়ারও আবেদন জানিয়েছেন তিনি।”

গত বৃহস্পতিবার থেকে তাইওয়ানকে ছয় দিক থেকে ঘিরে ফেলেছে চিন (China) এবং লালফৌজের যুদ্ধবিমানের ধারাবাহিক আকাশসীমা লঙ্ঘন চলছে এখনও। যার জেরে তাইওয়ানে (Taiwan) বাড়তে শুরু করেছে চিনা হামলার আশঙ্কা।

তাইওয়ান প্রণালী-সহ দক্ষিণ চিন সাগরের বিভিন্ন অংশে চিনা রণতরী ও ‘অ্যাম্ফিবিয়ান ল্যান্ডিং ভেহিকলস’ মোতায়েনের খবর মিলেছে। নেমেছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ডুবোজাহাজও। এই মহড়া কত দিন চলবে, চিন তা স্পষ্ট করে জানায়নি বেজিং। মহড়ার বিষয়ে চিনা বিদেশ দফতরের মুখপাত্র ওয়াং ওয়েনবিনের মন্তব্য, ‘‘তাইওয়ান তো আমাদের ভূখণ্ডেরই অংশ। তাই এ ক্ষেত্রে আমরা নিজেদের জলসীমার মধ্যেই সামরিক মহড়া চালাচ্ছি। এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রশ্নই উঠছে না!’’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর