ঠাকুরদাকে খাবার দিতে গিয়ে দুই বান্ধবীর জলে ডুবে মৃত্যু - Bangla Hunt

ঠাকুরদাকে খাবার দিতে গিয়ে দুই বান্ধবীর জলে ডুবে মৃত্যু

By Bangla Hunt Desk - September 04, 2020

মালদাঃ– মালদা জেলার বৈষ্ণবনগর থানার কুম্ভিরা অঞ্চলের কবিরাজ পাড়ায় শোকের ছায়া নেমে এলো। জানা যায় এদিন বৃহস্পতিবার কবিরাজ পারার দুঃখ মন্ডল ও গঙ্গাধর মন্ডলের মেয়ে তাদের ঠাকুরদাকে জমিতে খাবার দিতে যায়। জমিতে খাবার দিয়ে বাড়ি ফিরেরার সময় রাস্তায় ধারে পুকুরে দুজনেই স্নান করতে নামে পিউ মন্ডল (১৩) ও দীপা মন্ডল (৭) ,প্রায় দুপুর ১২টার নাগাত স্নান কর যাচ্ছিল । কিন্তু দূর্ভাগ্য বশতঃ সাঁতার না জানায় উভয়েই জলে ডুবে যায়। পিউ এর দেহ ভেসে উঠলেও দিপার দেহ খোঁজ না মেলায় গ্রামবাসীরা শুরু করেছে তল্লাশি। বেশ কিছুক্ষণ তল্লাশি করার পর দীপার মৃত দেহ উদ্ধার করে। এরকম মর্মান্তিক দুর্ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। দীপার বাবা দুঃখু মন্ডল, তিনি বলেন পিউ বর্তমানে কুম্ভীরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। গঙ্গাধর মন্ডল এর প্রতিক্রিয়া জানতে গেলে তিনি জানান পিউ ও দীপা আমার বড় আদরের ছিল, ভাবতে পারছি না আজ আমাদের মেয়ে আমাদের ছেড়ে চলে গেল। আমার মেয়ে দিপা স্কুলে যাওয়া সবে শুরু করেছিল সে বর্তমানে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর