ইংরেজবাজার টোটো বিস্ফোরণে ঘটনাস্থলে এসে পৌঁছালে ফরেনসিক দল! - Bangla Hunt

ইংরেজবাজার টোটো বিস্ফোরণে ঘটনাস্থলে এসে পৌঁছালে ফরেনসিক দল!

By Bangla Hunt Desk - July 05, 2020

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদা শহরে ইংরেজবাজার টোটো বিস্ফোরণে ঘটনায় ঘোড়াপীর ঘোষপাড়া এলাকায় পাঁচদিন পরে এদিন সকালে কলকাতা থেকে ফরেনসিক দলের দুই প্রতিনিধি এসে পৌছালো। ওই দল প্রথমে ঘটনাস্থলে যান এবং সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখেন, পাশাপাশি নমুনা সংগ্রহ করেন। ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি হেডকোয়াটার প্রশান্ত দেবনাথ, সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

এদিকে ঘটনার পর থেকেই এলাকায় এলাকাবাসীর মধ্যে কিন্তু রীতিমত আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ ঘটনার বিষয় নিয়ে এখনও অবধি কিন্তু পরিষ্কার হয়ে উঠেনি। টোটোর ব্যাটারি থেকে এত বড় বিস্ফোরণ না, কোনো শক্তিশালী বোমার বিস্ফোরণ থেকেই এই ঘটনাটি ঘটেছে। তবে এখনও সেটা পরিষ্কার হয়নি।

জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন
প্রাথমিকভাবে আমাদের তদন্ত অনুযায়ী ব্যাটারি থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে অনুমান তবে ফরেনশীপ দলের প্রতিনিধি নমুনা সংগ্রহ করেছেন । তাদের রিপোর্ট পাশাপাশি মৃতদেহের পোসমাডাম রিপোর্ট অনুযায়ী সঠিক তথ্য উঠে আসবে । এই বিষয়ে এখনও কিছু বলা সম্ভব হছেনা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর