টুইটে জাভেদ আখতারকে কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র! - Bangla Hunt

টুইটে জাভেদ আখতারকে কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র!

By Bangla Hunt Desk - February 29, 2020

গত ২৭ ফেব্রুয়ারি জাভেদ আখতার একটি ট্যুইটটের মাধম্যে তাহির হোসেনের নামে এফআইআর করা নিয়ে কেন্দ্র সরকারের সমালোচনা করেন। টুইটে তিনি লেখেন,”বহু লোক নিহত, বহু আহত, বহু বাড়িঘর আগুনে পুড়েছে, বহু দোকান লুট করেছে বহু লোক নিঃস্ব হয়েছে কিন্তু পুলিশ কেবল একটি বাড়ি সিল করেছে এবং তার মালিকের সন্ধান করেছে। ঘটনাচক্রে তাঁর নাম তাহির। দিল্লি পুলিশের ধারাবাহিকতায় টুপি মারছে”। জাভেদ আখতার এই টুইটে সমালোচনার ঝড় উঠে। শুরু হয় নতুন বিতর্ক।

আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জাবেদ আখতাকে রিটুইট করে ,”দিল্লির এই দুঃখজনক ঘটনায় জাভেদ আখতা জির সাম্প্রদায়িক মনোভাব বেরিয়ে পড়েছে। এতে ভালোই হয়েছে,মুখোশ খুলে যাওয়ায় আজ আপনাকে চেনা গেলো”।

বাবুল সুপ্রিয় এই টুইটে রাজনৈতিক মহলে শুরু আবার বিতর্ক। জাভেদ আখতারকে কড়া ভাষায় সমালোচনা করলেন বাবুল সুপ্রিয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর