টিটাগড়ে খুন অর্জুনের ডান হাত BJP নেতা মনীশ শুক্লা, সোমবার ১২ ঘণ্টা বারাকপুর বনধের ডাক বিজেপির - Bangla Hunt

টিটাগড়ে খুন অর্জুনের ডান হাত BJP নেতা মনীশ শুক্লা, সোমবার ১২ ঘণ্টা বারাকপুর বনধের ডাক বিজেপির

By Bangla Hunt Desk - October 04, 2020

ব্যারাকপুর ; টিটাগড়ে খুন অর্জুনের ডানহাত বিজেপি নেতা মনীশ শুক্লা। রবিবার রাত ৮ টা নাগাদ টিটাগড়ের বিজেপি পার্টি অফিসে গুলিবিদ্ধ হয় এই বিজেপি নেতা। রাত সোয়া দশটা নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানা যায়। এদিকে মনীশের মৃত্যুর খবর রটতেই উত্তাল হয়ে ওঠে টিটাগড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কমব্যাট ফোর্স।

রাত আটটা নাগাদ টিটাগড়ে বিজেপির পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে কয়েকজন বিজেপি কর্মকর্তার সঙ্গে কথা বলছিলেন মনীশ। সেই সময়ই দুষ্কৃতীরা তাকে গুলি করে। প্রত্যক্ষদর্শীরা জানান বাইক চালক এবং সওয়ারিদের মুখ হেলমেট দিয়ে ঢাকা ছিল। খুব কাছ থেকে দুষ্কৃতীরা মনীশকে লক্ষ্য করে গুলি চালায় এবং পালিয়ে যায়। তার বুকে পিঠে ঘাড়ে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে মনীশের ওপর হামলার পরেই গোটা এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনার পেছনে শাসকদলের যোগ রয়েছে বলে টিটাগড় থানা ঘেরাও করে বিজেপি কর্মীরা। টুইট করে মনীশের খুনের পেছনে তৃণমুলকেই দায়ী করেছেন বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গীয়। তিনি একটি ভিডিও বার্তায় অভিযোগ করেন “গোটা ঘটনাটি ঘটেছে টিটাগড় থানার সামনে। অর্জুন সিংহ অনেক দিন ধরেই ওই এলাকার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং যুগ্ম কমিশনার অজয় ঠাকুরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আজকের ঘটনার পর আমি এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করছি। সেই সঙ্গে পুলিশের ভূমিকারও তদন্ত হওয়া প্রয়োজন।”

বিজেপি সাংসদ অর্জুন সিং জানান, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে”। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের তরফে জানানো হয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল সোমবার ১২ ঘন্টায় ব্যারাকপুর বন্ধের ডাক দিয়েছে বিজেপি নেতৃত্ব।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর