টিকিয়া পাড়ার ঘটনায় পুলিশের জালে বিজেপির যুব নেতা রাজু শর্মা সহ ১২ - Bangla Hunt

টিকিয়া পাড়ার ঘটনায় পুলিশের জালে বিজেপির যুব নেতা রাজু শর্মা সহ ১২

By Bangla Hunt Desk - April 30, 2020

হাওড়া টিকিয়াপাড়া কাণ্ডের ২ জন মূল অভিযুক্ত সহ মোট ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। এই দুইজন ঘটনার অন্যতম অভিযুক্ত। এদের বিরুদ্ধে ঘটনা প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। এদের মধ্যে একজন বিজেপির যুব নেতা রাজু শর্মা।

লকডাউন কার্যকর করতে গিয়ে পুলিশ হাওড়া টিকিয়াপাড়া অভিযান চালায়। সেই সময় পুলিশের ওপর হামলা চালায় অভিযুক্তরা। কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর, ইটঁবৃষ্টি ছাড়াও পুলিশের গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় তারা। গোটা ঘটনার ভিডিও ফুটেজ খুঁটিয়ে দেখে মোট ১২ জনকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় হাওড়া পুলিশ কমিশনার কুনাল আগরওয়াল জানান “আমাদের করোনা যোদ্ধাদের উপর হামলার ঘটনায় জড়িত দুই মূল অভিযুক্তকে আজ ভোরে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ আদালতে তোলা হবে”। সূত্রের খবর হাওড়া টিকিয়াপাড়া অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ১৮৬, ১৮৯, ও ৩৩২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর