UP Election : টিকিট মেলেনি, উত্তরপ্রদেশে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছেন ক্ষুব্ধ ‘মোদি’ - Bangla Hunt

UP Election : টিকিট মেলেনি, উত্তরপ্রদেশে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছেন ক্ষুব্ধ ‘মোদি’

By Bangla Hunt Desk - February 03, 2022

বাংলাহান্ট ডেক্সঃ বিজেপি টিকিট দেয়নি , তাই অভিমানে উত্তরপ্রদেশে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছেন ক্ষুব্ধ ‘মোদি’। অনেকেই বলে থাকেন ‘‌নকল মোদি’‌। আসল নাম অভিনন্দন পাঠক। অভিনন্দন পাঠক আবার বক্তৃতা দেন প্রধানমন্ত্রীর স্টাইলেই। অতীতে তিনি নির্বাচনে লড়েছেন। এবার উত্তরপ্রদেশের (UP Election) সরোজিনীনগর বিধানসভায় নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াচ্ছেন তিনি।

আরো পড়ুন- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগ পাত্রের বিরুদ্ধে

উত্তরপ্রদেশে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছেন ক্ষুব্ধ ‘মোদি’!

২০১৪ সালে নরেন্দ্র মোদির হয়ে প্রচারে নেমে নজরে এসেছিলেন অভিনন্দন। কিন্তু মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরে মোহভঙ্গ হয় তাঁর। এরপর ২০১৯ লোকসভা নির্বাচনে অভিনন্দন খোদ মোদির বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ান বারাণসী কেন্দ্রে। এবারও বিজেপির উপর ক্ষুব্ধ হয়েই নির্দল প্রার্থী হিসেবে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঘটনায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। তবে অভিনন্দন জানিয়েছেন, তিনি বিজেপির টিকিটেই উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে লড়তে চেয়েছিলেন, কিন্তু তাঁকে টিকিট দেয়নি বিজেপি।

অভিনন্দন বলেন, “আমি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলাম। জানিয়ে ছিলাম যে বিজেপির টিকিটে লখনউ থেকে লড়তে চাই। কিন্তু কোনওরকম জবাব পাইনি।”

মোদির বিরুদ্ধে ভোটে দাঁড়ালেও তিনি এখনও একজন ‘মোদি ভক্ত’, দাবি ‘নকল মোদি’ হিসেবে খ্যাত অভিনন্দনের। তিনি বলেন, “বিজেপি আমাকে পাত্তা নাই দিতে পারে। কিন্তু আমি ভোটে জিতলে যোগী আদিত্যনাথকে দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে সাহায্য করব।” অভিনন্দন আরও বলেন, “মোদি আর যোগী আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। সাধারণ মানুষের জন্য ওঁদের স্বার্থহীন কর্মকাণ্ডকে সম্মান করি।”

আরো পড়ুন- নাম না-করে ধনকরকে ‘ঘোড়ার পাল’ বলে ধুয়ে দিলেন মমতা বন্দোপাধ্যায়!

অভিনন্দনের দাবি, ছত্তিশগড় বিধানসভা ভোটের সময়ও বিজেপির হয়ে প্রচার করতে চেয়ে অপমান সহ্য করতে হয়েছে তাঁকে। এখন বেশ আর্থিক সমস্যায় পড়েছেন অভিনন্দন। উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী। জীবিকা নির্বাহের জন্য ট্রেনে শসাও বেচতে হচ্ছে তাঁকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর