ঝাঁপ বন্ধ, নামানো হয়েছে শাটার, জনমানবহীন শিয়ালদা প্ল্যাটফর্ম - Bangla Hunt

ঝাঁপ বন্ধ, নামানো হয়েছে শাটার, জনমানবহীন শিয়ালদা প্ল্যাটফর্ম

By Bangla Hunt Desk - March 23, 2020

সোমবার খাঁ খাঁ করছে শিয়ালদা প্ল্যাটফর্ম। জনমানবহীন শিয়ালদা প্ল্যাটফর্ম। প্লাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ট্রেন কিন্তু কোন যাত্রী নেই। নজিরবিহীনভাবে ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়েছে শিয়ালদা প্ল্যাটফর্মের। কোনভাবেই শিয়ালদা প্ল্যাটফর্মের যাতে কোন যাত্রী ঢুকতে না পারে, ট্রেনে চড়তে না পারে সেই জন্য ধাপ বন্ধ করে দেওয়া হয়েছে শিয়ালদা প্ল্যাটফর্ম।

করোনা সংক্রমনের জেরে ২৩ তারিখ মধ্যরাত থেকেই রাজ্যে সমস্ত ট্রেন চলাচল বাতিল করে দেওয়া হয়েছে। সমস্ত রকম লোকাল ট্রেন, দূরপাল্লার ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে কোন মানুষ যাতে প্লাটফর্মের ভেতরে ঢুকতে না পারে এই জন্য সোমবার সকাল থেকেই শিয়ালদা প্ল্যাটফর্মের ঝাঁপ বন্ধ করে দেয়া হয়েছে। খাঁ খাঁ করছে শিয়ালদা প্ল্যাটফর্ম। জনমানবহীন প্ল্যাটফর্ম। কিন্তু অনেকেই বাড়ি ফেরার জন্য ট্রেন ধরবেন বলে শিয়ালদা প্লাটফর্মে এসে ফিরে গেছেন। কড়া পুলিশি পাহারা রয়েছে সেখানে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর