জেলা সভাপতিকে বাদ দিয়েই কর্মী সম্মেলন! বনগাঁয় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে - Bangla Hunt

জেলা সভাপতিকে বাদ দিয়েই কর্মী সম্মেলন! বনগাঁয় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

By Bangla Hunt Desk - July 06, 2022

বনগাঁয় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! এবার উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভায় বর্তমান এবং প্রাক্তন চেয়ারম্যান একে ওপরের বিরুদ্ধে বিস্ফোরক হয়ে উঠলেন। তৃণমূলের পক্ষ থেকে কর্মী সম্মেলন এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান থেকে শুরু করে বহু নেতা উপস্থিত থাকলেও জেলা সভাপতিকে আমন্ত্রণ করা হয়নি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

ওই অনুষ্ঠানে যোগ দিয়ে বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান তথা তৃণমূলের জেলা সভাপতি গোপাল শেঠের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। তিনি বিজেপি প্রার্থীকে জিতিয়ে দেওয়ার বিস্ফোরক অভিযোগ এনেছেন গোপাল শেঠের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, ‘বর্তমান পুরসভার চেয়ারম্যান ১৪ নম্বর ওয়ার্ডে ইচ্ছাকৃতভাবে ভোট হতে দিচ্ছেন না। সেখানকার মানুষ সমস্যার মধ্যে রয়েছেন । তিনি সাত নম্বর ওয়ার্ডে দলের প্রার্থীকে হারিয়ে দিয়ে বিজেপি প্রার্থীকে জেতাতে সাহায্য করেছেন।’

আরো পড়ুন- দমকলে নিয়োগেও দুর্নীতির অভিযোগ! নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাই কোর্টের

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন গোপাল শেঠ। পাল্টা তিনি দলের অনুমতি না নিয়ে রক্তদান শিবির করা হয়েছে বলে অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘যে এই কথাগুলি বলছেন তিনি দলের লোক নন, কংগ্রেস করেন। তাছাড়া উপ নির্বাচন করানোর দায়িত্ব আমার নয় নির্বাচন কমিশনের।’

জেলায় তৃণমূলের দুই নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এ বিষয়ে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, বনগাঁতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপক রয়েছে। উল্লেখ্য, দিলীপ ঘোষও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, দলের অস্তিত্ব সংকটে রয়েছে পুরনোদের সঙ্গে নতুনদের লড়াই চলছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর