জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা! জেল থেকে মুক্তি পেল এই গ্যাংস্টার-রাজনৈতিক নেতা - Bangla Hunt

জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা! জেল থেকে মুক্তি পেল এই গ্যাংস্টার-রাজনৈতিক নেতা

By Bangla Hunt Desk - April 27, 2023

এবার জেল থেকে মুক্তি পেল কুখ্যাত গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা আনন্দ মোহন সিং (Anand Mohan Singh)। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার বিহারের (Bihar) সাহারসা জেল থেকে আনন্দ মোহন সিং মুক্তি পেয়েছেন। আর এই খবর নিশ্চিত করেছেন এক জেল আধিকারিক।

উল্লেখ্য, বিহার সরকার সম্প্রতি কারাবিধি সংশোধন করে আনন্দ মোহন সহ ২৭ জন দোষীকে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছে। আনন্দ মোহন ১৯৯৪ সালে গোপালগঞ্জের তত্‍কালীন জেলা ম্যাজিস্ট্রেট জি কৃষ্ণাইয়া হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর