জুলাই মাসেও খুলছে না স্কুল, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - Bangla Hunt

জুলাই মাসেও খুলছে না স্কুল, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

By Bangla Hunt Desk - June 10, 2020

রাজ্যে ৩০ শে জুন পর্যন্ত সমস্ত সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনটাই জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেইমতো ১ই জুলাই থেকে স্কুল খোলার তোড়জোড় শুরু করে দিয়েছিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

কিন্তু আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সাংবাদিক সম্মেলন থেকে ঘোষণা করলেন জুলাই মাসে স্কুল খুলবে না। তবে নির্ধারিত পরীক্ষা গুলি হবে। এদিকে ১ লা জুলাই থেকে যদি স্কুল খোলে তাহলে সন্তানের স্বাস্থ্যবিধি নিয়ে যথেষ্টই চিন্তিত ছিল অভিভাবকরা। কিন্তু এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা পরে কিছুটা হলেও স্বস্তি পেলেন অভিভাবকরা।

মুখ্যমন্ত্রী এদিন বেসরকারি স্কুল গুলিকে আবেদন ফি না বাড়ানোর জন্যও বলেন। তিনি বলেন মানুষের কাছে এখন টাকা নেই। তার এই মন্তব্যে স্বস্তি অভিভাবকদের মধ্যে।

রাজ্যে সেই মার্চ মাস থেকে বন্ধ স্কুল গুলি। রাজ্যের প্রায় ৩২ কোটি পড়ুয়া অপেক্ষা করে আছে স্কুল খোলার জন্য। কবে থেকে স্কুল খুলবে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রী রমেশ পোখরিয়াল এক সাক্ষাৎকারে বলেছেন “গত ১৬ মার্চ মাস থেকে বন্ধ আছে স্কুল। তবে অগাস্ট মাসের পর স্কুলগুলি খোলা হতে পারে বলে জানিয়েছেন তিনি”।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর