জামালপুর বিধানসভায় ভোট প্রচারে মেমারি বিধানসভার বলিষ্ঠ সংগঠক নিত্যানন্দ ব্যানার্জি - Bangla Hunt

জামালপুর বিধানসভায় ভোট প্রচারে মেমারি বিধানসভার বলিষ্ঠ সংগঠক নিত্যানন্দ ব্যানার্জি

By Bangla Hunt Desk - March 29, 2021

পূর্ব বর্ধমান ; ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারে জোড় লাগাচ্ছে রাজ্যের শাসক দল। পূর্ব বর্ধমান জেলা জামালপুর বিধানসভা কেন্দ্রে আজ সারা দিন ধরেই বিভিন্ন প্রচার কর্মসূচির মধ্যে নিজেদের ব্যস্ত রাখলেন জামালপুর ব্লক নেতৃত্ব সহ জামালপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক কুমার মাঝি। এদিন জামালপুর বিধানসভার অন্তর্গত জৌগ্রামে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মাননীয় #অলোক_ কুমার মাঝির সমর্থনে একটি পথসভায় উপস্থিত হন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মেমারি বিধানসভার বলিষ্ঠ সংগঠক ও মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জি।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা জামালপুর বিধানসভার বর্ষিয়ান নেতা অরবিন্দ ভট্টাচার্য , মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় পাল, মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেল সভাপতি মীর পারভেজ, জৌগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অঞ্চলে বিশিষ্ট নেতৃত্ব বর্গ ও তৃণমূল কর্মী সমর্থকরা।

মেমারি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে নিত্যানন্দ ব্যানার্জিকে দেওয়াল লিখতে দেখা গেলেও কোন প্রচার সভায় বক্তব্য রাখতে দেখা যায়নি। তারপর আজকে জামালপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রচার সভায় নিত্যানন্দ ব্যানার্জির উপস্থিতি তার বক্তব্য রাখা কে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর