জাপানের জাহাজে আটকে পড়া ১১৯ জনকে যাত্রীকে নিয়ে আসা হলো ভারতে। ১৬ জনের চিকিৎসা চলছে - Bangla Hunt

জাপানের জাহাজে আটকে পড়া ১১৯ জনকে যাত্রীকে নিয়ে আসা হলো ভারতে। ১৬ জনের চিকিৎসা চলছে

By Bangla Hunt Desk - February 27, 2020

করোনা ভাইরাসের জেরে জাপানের ইয়োকোহামায় বিলাসবহুল ডায়মন্ড প্রিন্সেস জাহাজে আটকে ছিলো ১৩৮ জন ভারতীয়। আটকে পড়া ভারতীয়দের মধ্যে ১১৯ জনকে আজ বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনা হয়েছে। জাহাজটিতে ১৬ জন ভারতীয় করোনা ভাইরাস আক্রান্ত হয়, তাই তাদের এখনো সেখানেই চিকিৎসা চলছে।

৫ তারিখ জাপানে জাহাজটিকে কোয়ারান্টাইন করা হয়। জানা যায়,জাহাজের এক প্রাক্তন যাত্রী করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। বিলাসবহুল ওই জাপানি জাহাজটিতে ৩,৭১১ জন যাত্রী ছিলেন। তারা করানো ভাইরাস আক্রান্ত কিনা পর্যবেক্ষণের মাধ্যমে তা যাচাই করে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে ।

ওই বিমানে করে ভারতীয়দের সাথে শ্রীলঙ্কার ২ নাগরিক, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও পেরুর ১ জন করে নাগরিককে নিরাপদে ভারতে নিয়ে আসা হয়েছে।

ভারতীয় সেনার পর্যবেক্ষণে ১৪ দিনের জন্য হরিয়ানার মানেসরে তাদের থাকতে হবে। তারপর সবাই নিজের বাড়ি ফিরে যেতে পারবেন ।

জাপানের প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি টুইট করেন,”এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি সবেমাত্র টোকিও থেকে দিল্লিতে অবতরণ করেছে, করেছে। ভারত সহ শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকা, পেরু থেকে ১১৯ জন জাতিকে নিয়ে ফিরল বিশেষ বিমান, যারা সিওভিড ১৯-এর কারণে ডায়মন্ডপ্রিন্সে পৃথক ছিল। এর সুবিধা জন্য জাপান সরকারকে তিনি ধন্যবাদ জানান।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর