জানুয়ারিতে বন্ধ হতে চলেছে ভারতের জনপ্রিয় মেসেজিং অ্যাপ Hike - Bangla Hunt

জানুয়ারিতে বন্ধ হতে চলেছে ভারতের জনপ্রিয় মেসেজিং অ্যাপ Hike

By Bangla Hunt Desk - January 13, 2021

ভারতের একমাত্র ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ছিল Hike। এবার সেই Hike Sticker Chat চিরকালের মতো বন্ধ হতে চলেছে। সম্প্রতি টুইট করে এমনটাই জানিয়েছেন কোম্পানির সিইও এ কেভিন ভারতী মিত্তল। ভারতীয় মিত্তল ট্যুইটে জানাচ্ছেন, জানুয়ারি 2021 থেকেই Hike বন্ধ হচ্ছে, সেই জায়গায় আসছে আরও দুটি নতুন অ্যাপ Vibe এবং Rush।

ট্যুইটে ভারতী মিত্তল এ-ও জানিয়েছেন যে, Hike ইউজারেরা সমস্ত ডেটা ডাউনলোড করতে পারবেন। তবে Hike বন্ধ হয়ে গেলেও গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। কারণ বিকল্প হিসেবে আসছে Vibe এবং Rush নামক আরও দুটি অ্যাপ। আর সেখান থেকেই ইউজারেরা HikeMoji ব্যবহার করতে পারবেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর