রাতের অন্ধকারে জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার গাজোলে - Bangla Hunt

রাতের অন্ধকারে জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার গাজোলে

By Bangla Hunt Desk - November 14, 2021

মালদা,১৪ নভেম্বরঃ রাতের অন্ধকারে জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার গাজোলে। সিসি ক্যামেরার নজরদারি আবদ্ধ থাকা সত্ত্বেও রক্ষা পেল না মুদির দোকান টি । গাজোলের ধর্মতলা মোড় এলাকায় একটি মুদির দোকানে চুরির ঘটনাটি ঘটে। ওই মুদি দোকানের মালিকের নাম বিবেকানন্দ সাহা। তিনি গাজোলের ঘোষপাড়া এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, প্রতিদিনের মত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। রবিবার সকালে দোকান খুলতে গিয়ে দেখেন পিছনের দরজা খোলা ও জানলার গ্রিল কাটা । দোকানের সিসি ক্যামেরাটিও উল্টো করে রাখা ছিল। বিবেকানন্দ সাহা জানান, দোকানে রাখা দশটি মোবাইল ফোন ছাড়াও নগদ কুড়ি হাজার টাকা ও গোল্ড ফ্লেক সিগারেট দুটি বান্ডিল চুরি করে পালায় দুষ্কৃতীরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর