"জলস্বপ্ন" নতুন প্রকল্প ঘোষণা করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি! - Bangla Hunt

“জলস্বপ্ন” নতুন প্রকল্প ঘোষণা করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি!

By Bangla Hunt Desk - July 06, 2020

নিজস্ব সংবাদদাতা, বাপ্পাই দত্ত : পরিস্রুত পানীয় জল পাওয়া সবার অধিকার আর পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য সাধারণ জনগণের কাছে দায়বদ্ধ সরকার। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের কথা ভেবে পরিস্রুত পানীয় জলের পরিষেবার জন্য জরুরী ব্যবস্থা করলেন। সারা বাংলা জুড়ে পরিস্রুত পানীয় জলের সরবরাহ করা যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প ঘোষণা করেছেন। তিনি এই প্রকল্পের নাম দিয়েছেন ” জলস্বপ্ন “।

মাননীয়া মুখ্যমন্ত্রী PHE ডিপার্টমেন্টের মাধ্যমে ৫৮ হাজার কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করেছেন। মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরেই প্রকল্পটি চালু করার কথা ভাবছিলেন অবশেষে আজ এই প্রকল্প উদ্বোধন করলেন।

মুখ্যমন্ত্রী জানান, বাংলায় জলের অভাব নেই কিন্তু জলের মধ্যে আর্সেনিকের পরিমাণ বেশি থাকে এবং সেটাকে বিশুদ্ধ করে পানের উপযুক্ত করার পরিকাঠামোর অভাব রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে পানীয় জল বিশুদ্ধ করার উপযুক্ত পরিকাঠামোর তৈরি করা হবে।

গ্রামবাংলার সাধারন মানুষদের বিশুদ্ধ পানি জন্য অনেক দূরে থেকে ডিপ পাম্পের জল আনতে হয়। সাধারণ মানুষ যাতে পানীয় জলের জন্য সমস্যার সম্মুখীন না হয় তাই ” জলস্বপ্ন ” প্রকল্প গ্রহণ করা হয়েছে। অন্যান্য প্রকল্প গুলির মত এই প্রকল্পটিও সফল ভাবে বাস্তবায়িত করা যাবে বলে আশীর্বাদে মাননীয় মুখ্যমন্ত্রী। এর আগেও মমতা ব্যানার্জি ” জল ধরো , জল ভরো “, “কন্যাশ্রী” ও ” সবুজ সাথী ” একাধিক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেন। কন্যাশ্রী প্রকল্পের জন্য রাষ্ট্রপুঞ্জের থেকে পুরস্কার লাভ করেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর