জর্জ ফ্লয়েডের ৪ বছরের নাতনিকে ঘুমের মধ্যে গুলি, কোনওক্রমে প্রাণে বাঁচল একরত্তি - Bangla Hunt

জর্জ ফ্লয়েডের ৪ বছরের নাতনিকে ঘুমের মধ্যে গুলি, কোনওক্রমে প্রাণে বাঁচল একরত্তি

By Bangla Hunt Desk - January 07, 2022

বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের প্রেরণা প্রয়াত জর্জ ফ্লয়েডের (George Floyd) এক নাতনিকে ঘুমের মধ্যে গুলি করার অভিযোগ উঠল। মাত্র ৪ বছর বয়সী ওই মেয়েটির পরিবারের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই এই হামলা চালানো হয়েছে।

পয়লা জানুয়ারি গভীর রাতে হিউস্টনে নিজের বাড়িতেই ঘুমোচ্ছিল একরত্তি আরিয়ানা ডেলান। তখনই তার উপর গুলি চালানো হয়। জর্জ ফ্লয়েডের নাতনি বর্তমানে চিকিৎসাধীন একটি হাসপাতালে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ছোট্ট মেয়েটি। ফুসফুস এবং যকৃৎ ফুঁড়ে গুলি বেরিয়ে যায়। পাঁজরের হাড়ও ভেঙে গিয়েছে। অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে আরিয়ানা। তার বাবা ডেরেকের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে এই হামলা।

হিউস্টন পুলিশ বলেছে, তারা গুলি চালানোর সম্ভাব্য কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। সেই সঙ্গে দেখছে, বিশেষ কোনও কারণে ওই পরিবারটিকে আক্রমণ করা হয়েছে কি না। আরিয়ানার ঠাকুরমা ফ্লয়েডের নিজের বোন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর