ছুটি নিয়ে বিবাদের জেরে অশান্তি, গুলিতে ঝাঁঝরা ১ কমান্ডার ও ১ বিএসএফ জওয়ান - Bangla Hunt

ছুটি নিয়ে বিবাদের জেরে অশান্তি, গুলিতে ঝাঁঝরা ১ কমান্ডার ও ১ বিএসএফ জওয়ান

By Bangla Hunt Desk - August 04, 2020

রায়গঞ্জ, ৪ আগষ্ট ; বাড়ি যাওয়ার ছুটি মঞ্জুর না হওয়ায় কমান্ড্যার ও কনস্টেবলকে সার্ভিস রাইফেল থেকে গুলি করে ঝাঁঝরা করল সীমান্তের নিযুক্ত থাকা এক বি এস এফ জওয়ান ।ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের ভারত- বাংলাদেশ আন্তার্জাতিক মালদাখন্ড সীমান্ত এলাকায়।পুলিশসূত্রে জানা গিয়েছে মৃত ওই দুই বিএস এফ এর নাম কমান্ডেড মাহিন্দর সিং ভাট্টি ও অন্য এফ জওয়ান অনুজ কুমার। ঘটনাস্থলে পৌছেছে রায়গঞ্জ থানার পুলিশ।

অভিযুক্ত বিএসএফ জওয়ান উত্তম সূত্রধর আত্মসমর্পণ করেছেন বলে পুলিশ সূত্রে খবর৷উত্তম সুত্রধরের বাড়ি ত্রিপুরায়।

বিএসএফ জানিয়েছে, ১৪৬ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল উত্তম সূত্রধর ৩ অগাষ্ট মধ্যরাতে ভারত-বাংলা সীমান্তের মালদাখণ্ড বিওপিতে ডিউটি করছিলেন। ভোর সাড়ে তিনটে নাগাদ তিনি তাঁর সার্ভিস রাইফেল থেকে আচমকা দুই রাউন্ড শূন্যে গুলি চালান। গুলির শব্দ শুনে সেখানে ইনস্পেক্টর মহেন্দ্র সিং ভাট্টি ও কনস্টেবল অনুজ কুমার ছুটে যান। সেই সময় তাঁদের দুজনকে লক্ষ্য করে গুলি চালান কর্তব্যরত কনস্টেবল উত্তম সূত্রধর। এদিকে ঘটনার পরেই মালদাখন্ড সীমান্ত চৌকির কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেন উত্তম সূত্রধর৷

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডি এস পি প্রসাদ প্রধান সহ রায়গঞ্জ থানার আই সি সুরোজ থাপা সহ বিশাল পুলিশ বাহিনী। রায়গঞ্জ জেলার পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, রাত্রি সাড়ে তিনটার নাগাদ বি এস এফ উত্তম সুত্রধর তার রাইফেল থেকে গুলিতে দুই জওয়ানের মৃত্যু হয়েছে। কেন উত্তম সূত্রধর গুলি চালালো পুলিশ তা খতিয়ে দেখছে পুলিশ।

অপরদিকে বিএসএফ সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার ভোরে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কমান্ডারদের নাম মহেন্দ্র সিং (৫৭) মৃত কনস্টেবল অনুজ কুমার (৩৩)। এরা প্রত্যেকেই ১৪৬ নম্বর ব্যাটালিয়নে কর্মরত। আজ দুপুর পর্যন্ত মৃতদেহ পড়ে রয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় ১৪৬ নম্বর ব্যাটালিয়নের আধিকারিক সহ জেলা পুলিশের কর্তারা। ছুটি নিয়ে বিবাদের জেরেই গুলিতে ঝাঁজরা হতে হল বিএসএফের কমান্ডার ও কনস্টেবলকে। এদিকে এই ঘটনায় সীমান্তের গা ঘেষা ভারতীয় গ্রামবাসীদের বর্ডারে যাওয়ার রাস্তায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর