"চেষ্টা করলে এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব করোনা", মুম্বাইয়ের ধারাভির উদাহরণ দিলেন WHO প্রধান - Bangla Hunt

“চেষ্টা করলে এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব করোনা”, মুম্বাইয়ের ধারাভির উদাহরণ দিলেন WHO প্রধান

By Bangla Hunt Desk - July 11, 2020

গাইডলাইন কড়া ভাবে পালন করলে যেকোনো পরিস্থিতিতেই করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন প্রধান তেদ্রোজ আধানম গেব্রেসুস। আর তার উদাহরণ দিতে গিয়ে তিনি মুম্বাইয়ের ধারাভিতে করোনাভাইরাস নিয়ন্ত্রণের কথা তুলে ধরলেন।

এদিন হু প্রধান জানান “বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া, ভারতের ‘ধারাভি’ আমাদের দেখিয়েছে যে খুব খারাপ সংক্রমণের পরিস্থিতি থেকে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়। মানুষকে সচেতন করা টেস্টিং, আইসোলেশন এবং আক্রান্তদের চিকিৎসার মাধ্যমে করোনা সংক্রমনের শৃংখল ভাঙা যায়। এবং এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়”।

তিনি আরো জানান এই ভাইরাস নিয়ে শুধু চিন্তা করলে হবে না। কঠোরভাবে নিয়ম পালন করতে হবে। বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের ঘুরে দাঁড়ানোই তার প্রমান।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর