

গত বুধবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী টুইট করে চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষ নিয়ে আগামী শুক্রবার বিকালে সর্বদলীয় বৈঠকের জন্য সমস্ত রাজনৈতিক দল গুলিকে আমন্ত্রণ জানায়। সেইমতো শুক্রবার বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতির সঙ্গে বৈঠকে বসেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মোদির আমন্ত্রণপত্র পেয়ে বৈঠকে যাওয়ার জন্য সম্মতি জানান।
এই বৈঠকে ভারতীয় ভূখণ্ডে চীনা আগ্রাসন নিয়ে চীনের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিনের বৈঠকে চিনা পণ্য বয়কটের ডাক দেন।
TMC leader and West Bengal CM Mamata Banerjee at all- party meeting: All-party meeting is a good message for the nation. Shows that we are united behind our Jawans. TMC strongly in solidarity with the government (source) pic.twitter.com/OhJrk7OD2U
— ANI (@ANI) June 19, 2020
সংবাদসংস্থা ANI সূত্রে খবর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”চীনকে রেল , দুরসঞ্চার ও উড়ান ক্ষেত্রে ঢুকতে দেওয়া চলবে না। এতে কিছুটা হলেও আমাদের সমস্যা হবে কিন্তু চিনা অনুপ্রবেশ বন্ধ করতেই হবে।” তিনি আরো বলেন, “চীনা পণ্য বয়কট করলে সাময়িকভাবে আমাদের কিছুদিন সমস্যা হবে কিন্তু কিছুতেই চীনকে ঢুকতে দেওয়া চলবে না।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চীনকে তীব্র আক্রমণের করে বলেন, ” চীন গণতান্ত্রিক দেশ নয়। স্বৈরতান্ত্রিক দেশ। তারা যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। ঐক্যবদ্ধ হয়ে কথা বলুন, ঐক্যবদ্ধ হয়ে ভাবুন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। এতে ভারতের জয় হবে , চীনের হার হবে। চীনের আগ্রাসন মোকাবিলায় আমরা সব সময় কেন্দ্র সরকারের পাশে রয়েছি ” বলে জানান তিনি।
বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়ে দেন এই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন। করোনা নিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে তিনি উপস্থিত না থাকলেও আজকের বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর জানান জানান বিরোধিতা থাকবে কিন্তু সংকটের মুহূর্তে দেশ সবার আগে।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স