চিটফান্ডকাণ্ডে গ্রেফতার কে ডি সিংহ, কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ - Bangla Hunt

চিটফান্ডকাণ্ডে গ্রেফতার কে ডি সিংহ, কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ

By Bangla Hunt Desk - January 13, 2021

কলকাতা: তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কেডি সিংহকে গ্রেফতার করল ইডি (ED)। বুধবারই তাঁকে দিল্লির আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

আজই দিল্লি থেকে গ্রেফতার করা হয় অ্যালকেমিস্টের কর্ণধারকে। বেআইনি আর্থিক লেনদেন মামলায় গ্রেফতার তাঁকে। আজই তাঁকে আদালতে তোলার হবে বলে জানা গিয়েছে। ইডি-র দাবি, অ্যালকেমিস্টের নামে কোটি কোটি টাকা বাজার থেকে তুলে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল ও আজ ইডি-র সদর দফতরে ডাকা হয় তৃণমূলের প্রাক্তন সাংসদ কে ডি সিংহকে। ইডি-র দাবি, তদন্তে সহযোগিতা না করায়, শেষপর্যন্ত তাঁকে হেফাজতে নেয় ইডি। ইডি আধিকারিকরা জানাচ্ছেন, একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

কে ডি সিংহের গ্রেফতারি প্রসঙ্গে সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘কে ডি সিংহের গ্রেফতার হওয়া স্বাভাবিক। আইনত এটি ন্যায্য। আগে করা উচিত ছিল। দ্রুত করা উচিত ছিল। তদন্ত দ্রুত সম্পন্ন করে গরীব মানুষের টাকা উদ্ধারের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হোক।’ তিনি আরও বলেন, ‘যাঁরা উপকৃত হয়েছেন তাঁদের সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করা হোক, এই দাবি নিয়েই আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সেই দাবিই আমরা ফের তুলছি।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর