চিংড়িঘাটায় কেন রোজ অ্যাক্সিডেন্ট হচ্ছে? পুলিশকে ‘ইগো’ মিটিয়ে সতর্ক হতে বললেন মমতা - Bangla Hunt

চিংড়িঘাটায় কেন রোজ অ্যাক্সিডেন্ট হচ্ছে? পুলিশকে ‘ইগো’ মিটিয়ে সতর্ক হতে বললেন মমতা

By Bangla Hunt Desk - November 18, 2021

চিংড়িঘাটায় কেন রোজ অ্যাক্সিডেন্ট হচ্ছে? কলকাতা-বিধাননগর পুলিশকে ‘ইগো’ মিটিয়ে সতর্ক হতে বললেন মমতা

বেশ কয়েকদিন ধরেই পরপর দুর্ঘটনা ঘটে চলেছে চিংড়িঘাটায়। পরপর এই দুর্ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যমগ্রামের প্রশাসনিক সভায় এদিন এই বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, ‘আর একটাও দুর্ঘটনা দেখতে চাই না।’ পাশাপাশি এদিন কলকাতা ও বিধাননগর কমিশনারেটের মধ্যকার দ্বন্দ্বের প্রসঙ্গ তুলে তা মেটাতে বলেন মমতা।


এ দিন ঠিক কী বললেন মমতা?

এ দিন তিনি সরাসরি বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে প্রশ্ন করেন, ‘চিংড়িঘাটায় রোজ অ্যাক্সিডেন্ট হচ্ছে? কলকাতা পুলিশ বলে ওটা আমার নয়। বিধাননগর বলে ওইটুকু আমার, ওইটুকু কলকাতা পুলিশের। তোমাদের নিজেদের ইগোর লড়াইয়ের জন্য সাধারণ মানুষ কেন ভুগবে? শীঘ্র এই সমস্যা মেটাও।’ শুধু বিধাননগরের পুলিশ কমিশনারকেই নয়, মুখ্যমন্ত্রী যে ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছেন এদিন সকালে, তাও জানান।

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, আর একটা অ্যাক্সিডেন্টও যেন না হয়। মানুষের জীবন অনেক দামি। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানান, ‘পরপর কতগুলো অ্যাক্সিডেন্ট দেখলাম, যেগুলি হওয়ার নয়। সমস্যা কমাতে ওখানে একটা ছোট ফুট ওভারব্রিজ করে দেওয়া হচ্ছে। কিন্তু, সবার আগে বিধাননগর আর কলকাতা পুলিশ বসে নিজেদের সমস্যা মেটাবেন।’ মুখ্যমন্ত্রীর ধমকের পরই তৎপর হন পুলিশ আধিকারিকরা। বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সন্তোষ পাণ্ডে সহ পুলিশের কর্তা ব্যক্তিরা এদিন বিকেলে চিংড়িঘাটা গিয়ে সব বিষয় খুঁটিয়ে দেখেন।

উল্লেখ, চতুর্থীর রাতে এক যুবক ও তরুণী বাইকে করে যাওয়ার সময় চিংড়িঘাটার কাছে দুর্ঘটনার মুখোমুখি হয়। ভাইফোঁটার দিনও চিংড়িঘাটা ক্রসিংয়ে এক ভয়াবহ দুর্ঘটনা হয়। চিংড়িঘাটা মোড় থেকে ইএম বাইপাস পর্যন্ত রাস্তাটি কলকাতা পুলিশের নিয়ন্ত্রণে থাকে। চিংড়িঘাটা উড়ালপুল থেকে সেক্টর ফাইভের দিকের রাস্তাটি বিধাননগর কমিশনারেটের অধীনে। এই নিয়ে দুপক্ষের মধ্যেই চলে দ্বন্দ্ব আর তার ফলে ভুক্তভুগি হয় সাধারণ মানুষ। সেই দিকে এবার নজর দিয়ে মিটিয়ে নেওয়ার কথা সাফ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর