ঘনবসতিপূর্ণ এলাকায় করোনা হাসপাতাল করতে দেওয়া হবে না! বিক্ষোভ স্থানীয়দের - Bangla Hunt

ঘনবসতিপূর্ণ এলাকায় করোনা হাসপাতাল করতে দেওয়া হবে না! বিক্ষোভ স্থানীয়দের

By Bangla Hunt Desk - April 10, 2020

শিলিগুড়ি ১০ এপ্রিল ; ঘনবসতি অঞ্চলে করোনা হাসপাতাল করা নিয়ে স্থানিওদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো শিলিগুড়িতে। খবর পেয়ে গতকাল শিলিগুড়িতে আসা মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনা নিয়ে বিশেষজ্ঞ কমিটির প্রধান অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে এসে বিক্ষোভকারিদের সাথে কথা বললেও সেখানে হাসপাতাল খোলার বিরোধিতাতেই মুখর ছিলেন স্থানীয়রা।

আজ থেকে শিলিগুড়ির প্রধান নগরের একটি নার্সিংহোমকে অধিগ্রহন করে করোনা হাসপাতাল গড়ার উদ্যোগ নেয় রাজ্য স্বাস্থ্য দফতর। সেখানে করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা শুরু হবার কথা ছিল। সকাল থেকেই শিলিগুড়ির প্রধান নগর নগরে অবস্থিত এই নার্সিংহোমের সামনে স্থানীয় বাসিন্দা সহ স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা প্রবল বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এই নার্সিংহোম কে কোনমতেই তারা করোনা হাসপাতালে পরিণত করা মেনে নেবে না।

এরপরেই প্রশাসনিক মারফত খবর পেয়ে করোনা নিয়ে বিশেষজ্ঞ কমিটির প্রতিনিধি ডাক্তার অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। সেখানে তিনি স্থানিওদের প্রবল বাধার মুখে পড়েন। পরে তিনি জানান যে জোর করে কোনভাবেই কোন কিছু করা সম্ভব নয়। তিনি পুরো ব্যাপারটা নিয়ে সরকারকে জানাবেন এবং ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে যাতে সরকারের তরফে বিবেচনা করা হয় সেই বিষয়ে তিনি প্রস্তাব পাঠাবেন।

উল্লেখ থাকে গতকাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এখন থেকে আর করোনার রোগীকে রাখা হবেনা বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর