গোয়া জিতলে ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পের ঘোষণা তৃণমূলের, প্রত্যেক গৃহকর্ত্রী পাবে মাসে ৫০০০ - Bangla Hunt

গোয়া জিতলে ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পের ঘোষণা তৃণমূলের, প্রত্যেক গৃহকর্ত্রী পাবে মাসে ৫০০০

By Bangla Hunt Desk - December 11, 2021

সর্বভারতীয় স্তরে ক্ষমতা বিস্তারে তৃণমূল কংগ্রেসের পাখির চোখ এখন গোয়া ও ত্রিপুরা। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে গোয়ায় বিধানসভা নির্বাচন। তার আগেই সেখানের ভোট কাড়তে অভিনব ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। গোয়ার ক্ষমতায় এলে বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ধাঁচে সৈকতনগরীতে চালু করা হবে ‘গৃহলক্ষ্মী প্রকল্প’। আজ, শনিবার টুইটারে এই সংক্রান্ত একটি ভিডিও-ও প্রকাশ করেছে তৃণমূল। সেখানে ‘গৃহলক্ষ্মী প্রকল্প’-এর প্রতিশ্রুতির পাশাপাশি প্রকল্পটির বিষয়ে যাবতীয় তথ্য জানানো হয়েছে।

কী এই গৃহলক্ষ্মী প্রকল্প?‌

বাড়ির মহিলাদের আর্থিক স্বাবলম্বী করতেই এই প্রকল্প। পরিবারের বয়স্ক মহিলা সদস্যকে প্রতি মাসে দেওয়া হবে ৫০০০ টাকা। তার জন্য ‘গৃহলক্ষ্মী কার্ড’ চালু করা হবে। সেই কার্ডের মাধ্যমে মহিলারা মাসিক ৫ হাজার করে পাবেন। অর্থাৎ বছরে মোট ৬০ হাজার টাকা পাবেন বাড়ির মহিলারা। তৃণমূলের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রায় সাড়ে তিন লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হবে। এর জন্য বছরে খরচ হবে দেড় থেকে দু’হাজার কোটি টাকা। যা আয়তনের নিরিখে দেশের ক্ষুদ্রতম রাজ্যের বার্ষিক বাজেটের ৬ থেকে ৮ শতাংশ।

উল্লেখ্য, বাংলায় একুশের নির্বাচনে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের ঘোষণা করেই ভোটের লড়াইয়ে বেশ খানিক এগিয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর নির্বাচনে জেতার পর প্রতিশ্রুতি মতো রাজ্যের মহিলারা মাসিক ৫০০ টাকা করে পাচ্ছেন নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তফশিলি জাতি, উপজাতি তালিকাভুক্তদের ক্ষেত্রে মাসিক এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এক কথায় বাংলায় এখন বিপুল জনপ্রিয়তা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পটি। এবার গোয়াতেও একই ধাঁচে গৃহলক্ষ্মী প্রকল্প আনতে চাইছে তৃণমূল। যার মাসিক ভাতা বাংলার চেয়েও অনেকটাই বেশি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর