"গোলি মারো সালকো" এবার এই শ্লোগান শোনা গেল খাস কলকাতায়! - Bangla Hunt

“গোলি মারো সালকো” এবার এই শ্লোগান শোনা গেল খাস কলকাতায়!

By Bangla Hunt Desk - March 02, 2020

গতকাল কলকাতা শহীদ মিনারে সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভাস্থলের উদ্দেশ্যে রওনা হওয়া বিজেপি কর্মীদের মিছিল থেকে স্লোগান আসে “গোলি মারো সালকো”। যা নিয়ে রীতিমতো রাজনীতিক তোড়পাড় শুরু হয়েছে। অন্যান্য দলগুলি এই নিয়ে বিজেপিকে আক্রমণ সানিয়েছে। কংগ্রেস ও সিপিআইএম প্রশ্ন তুলেছে, খাস কলকাতায় পুলিশের সামনে এই ধরনের উস্কানিমূলক আইন বিরোধী স্লোগান দিল কী করে? কলকাতা পুলিশ কি করছিল? এই ধরনের স্লোগান আগে কখনো বাংলায় শোনা যায়নি।

এই ঘটনায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল প্রতিক্রিয়া,”এটা দিল্লি নয়, গুজরাত নয়,এখানে বলে দিলো গুলি মেরে দেবো, কেউ সহ্য করে করবে। মেরে দেখাখ তো একবার”।

সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম সাংবাদিক সম্মেলনে জানায়,”পশ্চিমবঙ্গে কখনো পুলিশকে সামনে রেখে, গোলি মারো স্লোগান এই সাহস কেউ দেখাতে পারেনি। এটি একটি আইনত অপরাধ কাউকে গুলি মারার হুমকি দেওয়া”।

myimage

কংগ্রেসের সংসদীয় বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী জানায়,”বাংলাতেও দিল্লির মতো পরিস্থিতি করার চেষ্টা করা হচ্ছে, ওখানেও গুলি মারো সালোকো স্লোগান দেওয়া হচ্ছে”। যদিও বিজেপি ঘটনাটি অস্বীকার করে, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলে, এগুলি বিচ্ছিন্ন ঘটনা।বাইরের লোকেরা এসে মিছিলের মধ্যে এই ধরনের স্লোগান দিয়েছে,বিজেপির কোনো কর্মী বা নেতারা এ ধরনের স্লোগান দেয়নি। সব মিলিয়ে বলা যায় ২১ শে নির্বাচন নিয়ে বাংলাতে একটি সাম্প্রদায়িক তরজা শুরু করার চেষ্টা শুরু হয়ে গেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর