"গোলি মারো মিডিয়াকে", বিজেপির মিছিল থেকে উঠলো স্লোগান, প্রতিবাদ সংবাদমাধ্যমের - Bangla Hunt

“গোলি মারো মিডিয়াকে”, বিজেপির মিছিল থেকে উঠলো স্লোগান, প্রতিবাদ সংবাদমাধ্যমের

By Bangla Hunt Desk - April 03, 2021

বালুরঘাট ; দিল্লির পর বিজেপির মিছিল থেকে এবার গোলি মারোর আওয়াজ উঠলো বালুরঘাটে। তাও আবার মিডিয়াকে লক্ষ্য করে। শনিবার দুপুরে বিজেপির তরফ থেকে বালুরঘাট, গংগারামপুর, কুমারগঞ্জ ও তপন এই চার বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়ার জন্য এক মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শাসকের দপ্তরের কাছাকাছি আসার আগে পুলিশের দেওয়া ব্যারিকেডের কাছে আটকে যায়। এরপরে ব্যারিকেডের ভেতর নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শুধু প্রার্থী ও তার সাথে দুজন করে মাত্র জেলা শাসকের দপ্তরের দিকে যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ আরোপ থাকায় প্রার্থী সমেত অন্যান্য নেতা কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পরে যায়। এই সময় সংবাদ মধ্যমের লোকজনরা তাদের কাজ করার জন্য ব্যাস্ততা দেখালে ওই মিছিলের ভীড়ের মধ্যে থেকে মিডিয়াকে উদ্দেশ্য করে বলতে শোনা যায় “গোলি মার মিডিয়াকে”।

এরপরেই মিডিয়ার লোকজন তা প্রতিবাদ জানাতেই বিজেপির তরফে বিষয়টি অস্বিকার করা হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর