গোমূত্র আর গোবরেই সারবে করোনা ভাইরাস, বললেন বিজেপি বিধায়িকা - Bangla Hunt

গোমূত্র আর গোবরেই সারবে করোনা ভাইরাস, বললেন বিজেপি বিধায়িকা

By Bangla Hunt Desk - March 02, 2020

গোটা বিশ্ব যখন কোন ভাইরাসের আতঙ্কে ভুগছে, তখন এই রোগ থেকে মুক্তির উপায় বাতলে দিলেন অসমের বিজেপি বিধায়িকা সুমন হরিপ্রিয়া।
অসমের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া সোমবার বললেন, গোমুত্র আর গোবরেই সারবে এই রোগ তিনি আরো বলেন ক্যান্সারের মত রোগও সারাতে সক্ষম এই গোমুত্র আর গোবর। তাঁর কথায়,‘গোমুত্র ছড়িয়ে দিলেই কোনও জায়গা যেমন শুদ্ধ হয়ে যায়। তেমনিই গোমুত্র আর গোবর দিয়েই এই করোনা ভাইরাস নির্মূল করা সম্ভব।
অসমের বিজেপি বিধায়িকার বক্তব্য রীতিমতো শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। এই করোনা ভাইরাস আতঙ্কে যখন কাঁপছে গোটা চিন। মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। ভারত সহ আরও অন্তত ২০ দেশে করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে। এখনো পর্যন্ত যখন এই মারণ ভাইরাসের কোনও প্রতিষেধক বের করতে পারেননি বিজ্ঞানীরা। তখনই এই ভাইরাস থেকে মুক্তির উপায় বাতলে দিলেন অসমের বিধায়িকা সুমন হরিপ্রিয়া।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর