গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মুসলিম বৃদ্ধকে পিটিয়ে খুন বিহারে - Bangla Hunt

গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মুসলিম বৃদ্ধকে পিটিয়ে খুন বিহারে

By Bangla Hunt Desk - March 11, 2023

গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিহারে (Bihar)। এই ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় সরপঞ্চ-সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই ব্যক্তি আদৌ গোমাংস নিয়ে যাচ্ছিলেন কিনা, তা এখনও জানা যায়নি। স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

আরো পড়ুন- নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল ঘনিষ্ঠ হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়

গত বুধবার নাসিম কুরেশি নামে এক ব্যক্তি তাঁর ভাইপোর সঙ্গে রাস্তায় বেরিয়েছিলেন। এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু মাঝপথেই তাঁদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয় কয়েকজন ব্যক্তি। সেখান থেকেই বিবাদে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরিস্থিতি খারাপ হতেই কোনও মতে পালিয়ে যান নাসিমের ভাইপো। কিন্তু ৫৬ বছর বয়সি নাসিমকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর অবস্থায় নাসিমকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। শুক্রবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

বিহারের সারান এলাকার এই ঘটনায় পুলিশের তরফে জানা গিয়েছে, সরপঞ্চ সুশীল সিং-সহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের মতে, “মসজিদ সংলগ্ন এলাকায় দুই ব্যক্তির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে স্থানীয় কয়েকজন। তাদের সন্দেহ, গোমাংস নিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। তারপরেই নাসিমকে মারধর করা হয়। স্থানীয়দের উদ্যোগেই পুলিশের হাতে তুলে দেওয়া হয় আহত নাসিমকে।” আপাতত গণপ্রহারের অভিযোগ আনা হয়েছে সরপঞ্চ-সহ তিনজনের বিরুদ্ধে। নাসিমের কাছে আদৌ গোমাংস ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর