গুগলে দেড় কোটি টাকার চাকরি পেলেন কৃষ্ণনগরের দেবর্ষি! শুনতেই অবাক লাগেও বাস্তবে এমনটাই পেলেন নদিয়ার কৃষ্ণনগর (Krishnanagar) ঘূর্ণির মধ্যবিত্ত পরিবারের ছেলে দেবর্ষি মৈত্র। দিন তিনেক আগেই গুগলের (Google) অফিস থেকে চাকরি নিশ্চিত করে মেইল আসে দেবর্ষির কাছে। তারপরই খুশির হাওয়া ঘূর্ণির মৈত্র পরিবারে। মাত্র ২৩ বছর বয়সে ছেলের এমন সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত দেবর্ষির মা ও বাবা।
আরো পড়ুন- এবার আসছে শাহিদ কাপুরের ‘কবীর সিং 2’, নির্মাতারা দিলেন বড় বয়ান
এলাকায় কৃতী ছাত্র হিসেবে পরিচিতি দেবর্ষি। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে ২০১৬ সালের মাধ্যমিক পাশ করেন তিনি। ওই বিদ্যালয় থেকেই উচ্চমাধ্যমিক পাশ করার পর জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। চতুর্থ বর্ষের পরীক্ষার পর নিজেই গুগলের সঙ্গে যোগাযোগ করেন দেবর্ষি। অনলাইন পরীক্ষায় কয়েক ধাপ এগনোর পর চাকরি পাকা হয়ে যায় দেবর্ষির।
ছেলের এই সাফল্যে মৈত্র পরিবারে খুশির হাওয়া। দেবর্ষির বাবা বাদল মৈত্র আগে গৃহশিক্ষকতা করতেন। তবে অর্থইক টানাপড়েনের জেরে গ্রিলের দোকানও খোলেন তিনি। ছেলে ছাড়াও এক মেয়েও রয়েছে তাঁর। বাদলের বক্তব্য, ‘‘ছোটবেলা থেকেও ছেলে এবং মেয়ের মধ্যে সাফল্যের বীজ আমি বুনে দিয়েছিলাম। এখন ওরা তার ফল পাচ্ছে। সন্তানদের স্বপ্ন দেখানো বাবা-মায়ের কাজ। বাকিটা ওরা নিজেই সামলেছে। তবে এত দূর ও যাবে এটা আশা করিনি।’’ ছেলের সাফল্যে উচ্ছ্বসিত মা বকুলও। তাঁর কথায়, ‘‘সন্তানের সাফল্যে যে কোনও মা-ই খুশি হন। আমিও ভীষণ খুশি। তবে ও এত দূরে থাকবে ভেবে একটু কষ্ট হচ্ছে।’’
পরিবার সূত্রে জানা গিয়েছে, দেবর্ষির ছোট থেকেই ইচ্ছে ছিল গুগলের মত বড় সংস্থায় কাজ করার ৷ সেই মত স্নাতক এর চতুর্থ বর্ষের পরীক্ষা শেষে নিজেই গুগলের চাকরির জন্য আবেদন করেন ৷ তার পর বিভিন্ন ধাপে ধাপে পরীক্ষার মাধ্যমে গুগলের চাকরির যোগ্যতা অর্জন করেছেন দেবর্ষি ৷ দিন দুয়েক আগেই সংস্থার তরফে ই-মেইলে তার চাকরি নিশ্চিত কার হয় ৷ কিছুদিনের মধ্যেই দেবর্ষি লন্ডনের অফিসে চাকরিতে যোগ দিতে রওনা দেবেন ৷ তাঁর এই সাফল্য অর্জনের নেপথ্যে পরিবারের অনুপ্রেরণা ও শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা কখনওই ভোলার নয় বলে জানিয়েছেন দেবর্ষি ৷
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!